পটুয়াখালীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে 

বাসস
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১৭:৫৪

পটুয়াখালী, ১৯ জুন, ২০২৫ (বাসস) : জেলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই পর্যন্ত দুই জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া স্বাক্ষরিত ‘দৈনিক ডেঙ্গু রোগীর প্রতিবেদন’ অনুযায়ী জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে ৫০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

জেলায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ২১ জন এবং মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন। এছাড়া কলাপাড়ায় ২ জন, গলাচিপায় ৫ জন বাউফলে ১ জন ভর্তি হয়েছেন। দশমিনা ও দুমকি উপজেলায় এদিন নতুন করে কেউ ভর্তি হননি।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ জুন পর্যন্ত জেলায় সরকারি-বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট ৪৫৮ জন রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ৪০৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫০ জন।

এদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত দুই জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। তারা হলেন দুমকি উপজেলার আনসার সদস্য জয়নুল আবেদিন এবং গলাচিপা উপজেলার দশম শ্রেণির ছাত্রী বিথি দেবনাথ।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এডিস মশার বিস্তার রোধকল্পে নাগরিকদের সচেতনতা জরুরি। জমে থাকা পানি দ্রুত অপসারণ, এডিস মশার লার্ভা ধ্বংস এবং ব্যক্তিগত সাবধানতা অবলম্বনের পাশাপাশি মশকনিধনে সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে।

পটুয়াখালী মেডিকেল কলেজের তত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা জানান, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীদের শিশু, নারী ও পুরুষ ওয়ার্ডে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় ভিন্ন ওয়ার্ড স্থানান্তর করা হবে।

পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া বাসস’কে বলেছেন, জেলায় ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে। ডেঙ্গু কিটও পর্যাপ্ত রয়েছে।

এছাড়া খাবার স্যালাইনেরও ব্যবস্থা করা হয়েছে। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০