পটুয়াখালীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে 

বাসস
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১৭:৫৪

পটুয়াখালী, ১৯ জুন, ২০২৫ (বাসস) : জেলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই পর্যন্ত দুই জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া স্বাক্ষরিত ‘দৈনিক ডেঙ্গু রোগীর প্রতিবেদন’ অনুযায়ী জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে ৫০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

জেলায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ২১ জন এবং মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন। এছাড়া কলাপাড়ায় ২ জন, গলাচিপায় ৫ জন বাউফলে ১ জন ভর্তি হয়েছেন। দশমিনা ও দুমকি উপজেলায় এদিন নতুন করে কেউ ভর্তি হননি।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ জুন পর্যন্ত জেলায় সরকারি-বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট ৪৫৮ জন রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ৪০৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫০ জন।

এদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত দুই জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। তারা হলেন দুমকি উপজেলার আনসার সদস্য জয়নুল আবেদিন এবং গলাচিপা উপজেলার দশম শ্রেণির ছাত্রী বিথি দেবনাথ।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এডিস মশার বিস্তার রোধকল্পে নাগরিকদের সচেতনতা জরুরি। জমে থাকা পানি দ্রুত অপসারণ, এডিস মশার লার্ভা ধ্বংস এবং ব্যক্তিগত সাবধানতা অবলম্বনের পাশাপাশি মশকনিধনে সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে।

পটুয়াখালী মেডিকেল কলেজের তত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা জানান, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীদের শিশু, নারী ও পুরুষ ওয়ার্ডে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় ভিন্ন ওয়ার্ড স্থানান্তর করা হবে।

পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া বাসস’কে বলেছেন, জেলায় ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে। ডেঙ্গু কিটও পর্যাপ্ত রয়েছে।

এছাড়া খাবার স্যালাইনেরও ব্যবস্থা করা হয়েছে। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনের আগে জুলাই সনদের ওপর গণভোট চায় জামায়াত : ডা. তাহের
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণসংযোগ ও লিফলেট বিতরণ
প্রবাসীদের ভোটাধিকার দেয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ
বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন: তারেক রহমান
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে: গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 
জনগণের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: ডিএনসিসি প্রশাসক
১০