সকল ষড়যন্ত্র রুখে দিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই : আব্দুস সালাম

বাসস
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১৮:০৪
ছবি : বাসস

নওগাঁ, ১৯ জুন, ২০২৫ (বাসস) : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম বলেছেন, নির্বাচন এবং নির্বাচিত সরকারের কোন বিকল্প নেই। সেই কারনে আমরা নির্বাচন চাই।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলার বদলগাছি উপজেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিভাগের জেলা, মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আব্দুস সালাম বলেন, দেশপ্রেম থাকতে হবে, ‘দেশপ্রেম ছাড়া রাজনীতি হয় না, ব্যক্তিপ্রেম দিয়ে হয় না। যিনি নেতা হবেন, তাকে সকলকে ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসলে নেতা হওয়া যায় না। এটাই শিখতে হবে রাজনীতিতে। সভাপতি- সাধারণ সম্পাদক হয়ে থাকবেন বছরের পর বছর চলে যাবে সংগঠনের কোন লাভ হবে না, ওইটা কিন্তু এখন হবে না।’ 

সালাম বলেন, বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি হত্যার শিকার হয়েছে, গুম হয়েছে, পঙ্গু হয়েছে। বছরের পর বছর  জেলে কাটিয়ে দিয়েছে। 

তিনি আরো বলেন, ‘আমরাই তো বিচার চাই, সংস্কার চাই, নির্বাচন চাই। এই ৩ দফা তো আমাদেরই ৩ দফা।’

সভায় রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ।

এছাড়াও সভায় রাজশাহী বিভাগীয় ও জেলা পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সিনিয়র নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০