পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে হবে : চসিক মেয়র 

বাসস
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১৮:৫৬
ছবি : বাসস

চট্টগ্রাম, ১৯ জুন, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম সিটি (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পয়ঃবর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ে তুলতে হবে। উন্নত নগর ব্যবস্থাপনায় স্যানিটেশন ও বর্জ্য পরিশোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ বৃহস্পতিবার চসিকের প্রধান কার্যালয় টাইগারপাসে চট্টগ্রাম মহানগরীর পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা ও অনসাইট স্যানিটেশন ব্যবস্থাপনা বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম ওয়াসা ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর বিষয়ে করণীয় নির্ধারণে অনুষ্ঠিত আলোচনা সভায় মেয়র এ কথা বলেন।

সভায় মেয়র ডা. শাহাদাত বলেন, স্মার্ট সিটি গড়তে হলে শুধু রাস্তাঘাট উন্নয়ন নয়, আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে হবে। জলাবদ্ধতা নিরসন, পানির পুনঃব্যবহার ও জনস্বাস্থ্য রক্ষায় সঠিক স্যানিটেশন কাঠামো জরুরি। বিশেষ করে, যেখানে পাইপলাইন দিয়ে সুয়ারেজ ব্যবস্থা বাস্তবায়ন সম্ভব নয়, সেখানে প্রযুক্তি নির্ভর বর্জ্য সংগ্রহ ও পরিশোধনের ব্যবস্থা করতে হবে।

সভায় ওয়াসার পক্ষ থেকে জানানো হয়, ২০১৭ সালে চট্টগ্রাম শহরের জন্য একটি সমন্বিত ড্রেনেজ ও স্যানিটেশন মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হয়। এতে পুরো শহরকে ৬৬টি ক্যাচমেন্ট এলাকায় ভাগ করে প্রতিটিতে একটি করে পয়ঃশোধনাগার নির্মাণের প্রস্তাব দেওয়া হয়। এছাড়া পুরো শহরের জন্য দুটি ফিকাল স্লাজ ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের সুপারিশ করা হয়েছে।

যেসব এলাকায় সুয়ারেজ পাইপলাইন স্থাপন সম্ভব নয়, সেখানে সেপটিক ট্যাংক থেকে মানববর্জ্য সংগ্রহ করে যান্ত্রিকভাবে পরিশোধনের ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বিশ্বব্যাংকের অর্থায়নে একটি সমীক্ষাও পরিচালিত হয়েছে এবং সুপারিশ অনুযায়ী ওয়াসা কাজ করছে।

চসিকের পক্ষে সভায় উপস্থিত ছিলেন সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির। ওয়াসার পক্ষে উপস্থিত ছিলেন টাস্ক টিম লিডার আরিফ আহমেদ, কো-টাস্ক টিম লিডার হার্শ গয়াল, ইনস্টিটিউশনাল কনসালটেন্ট সোমনাথ সেন, প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম এবং নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ রেজাউল আহসান চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনের আগে জুলাই সনদের ওপর গণভোট চায় জামায়াত : ডা. তাহের
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণসংযোগ ও লিফলেট বিতরণ
প্রবাসীদের ভোটাধিকার দেয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ
বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন: তারেক রহমান
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে: গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 
জনগণের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: ডিএনসিসি প্রশাসক
১০