বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে শিক্ষা ও গবেষণায় গুণগত সমৃদ্ধি অর্জন করতে হবে : বেরোবি উপাচার্য

বাসস
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ২৩:৪২
বৃহস্পতিবার বেরোবিতে প্রস্তাবনা লেখা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: বেরোবির সৌজন্যে

ঢাকা, ১৯ জুন, ২০২৫ (বাসস) : রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের(বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেছেন, শিক্ষকবৃন্দের ক্লাস-পরীক্ষা নেওয়ার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত হওয়া এবং ভালো গবেষক তৈরি করা। শিক্ষা ও গবেষণায়  গুণগত সমৃদ্ধি অর্জন করতে পারলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে আরো এগিয়ে আসবে।

আজ বৃহস্পতিবার একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘প্রোপোজাল রাইটিং ফর ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল গ্রান্টস’ শীর্ষক কর্মশালার দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

 এ সময় তিনি আরও বলেন, ভালো গবেষক হতে কিংবা মানসম্পন্ন ও যুগোপযোগী গবেষণা কার্যক্রম পরিচালনা জন্য সবচেয়ে দরকারি হলো গবেষণা অনুদান।

উপাচার্য বলেন, যে সকল শিক্ষক যত বেশি গবেষণা অনুদান সংগ্রহ করতে পারবেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের তত বেশি পরিচিতি ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন বেরোবি আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম। 

দেশি বিদেশি অনুদান সংগ্রহের ক্ষেত্রে গবেষকদের গবেষণা প্রস্তাবনা লেখার নানা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপক খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. আব্দুল্লাহ ইউসুফ আল হারুন।

দুই দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় বেরোবির বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় বেরোবি আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুল লতিফ এবং ড. মো. আব্দুর রকিব উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীকাল শেরপুর জেলায় দুদকের ১৮৪তম গণশুনানি
ফেনীতে ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার
ব্রাজিলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দলের যোগদান
নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল
আওয়ামী লীগের আরও ৬ নেতা-কর্মী গ্রেফতার
শেরপুর সীমান্তে ভারতীয় মশলা জব্দ
নতুন কুঁড়ির আবেদনের সময়সীমা বৃদ্ধি
রাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু :  হাসপাতালে ভর্তি ৫৮০ জন 
ডিএসসিসিতে ভুয়া জ্বালানি খরচে কোটি টাকা আত্মসাৎ : দুদকের অভিযান
১০