
শরীয়তপুর, ৩ নভেম্বর ২০২৫ (বাসস) : শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় শরীয়তপুরের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তানভির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সর্বিক মো. ইমরুল হাসান, সিভিল সার্জনের প্রতিনিধিসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাংবাদিক মজিবুর রহমান, সাংবাদিক আবুল হোসেন সরদার, জামাতের জেলা আমির আ. রব হাসেমী ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ ।
সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।