ঝালকাঠিতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

বাসস
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১৫:২৮
আজ সোমবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। ছবি : বাসস

ঝালকাঠি, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস):রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জেলা সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।  

আজ সোমবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে  কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহম্মদ।

২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, সূর্যমুখী, সয়াবিন, মুগ, মসুর, খেসারী, চিনাবাদাম, গম ও বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মোট ২,১৫৫ জন কৃষককে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। প্রত্যেক কৃষক নির্দিষ্ট এক ধরনের বীজের পাশাপাশি ডিএসপি ও এমওপি সার পাচ্ছেন বিনামূল্যে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন,‘কৃষি প্রণোদনা কর্মসূচি সরকারের বিশেষ উদ্যোগ। রবি ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দেওয়া হচ্ছে। কৃষকেরা যদি যত্নসহকারে চাষাবাদ করেন, তবে কৃষি আরও সমৃদ্ধ হবে। জেলা সদরের কৃষিও হবে আরও গতিশীল ও উন্নত।’

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন,‘সরকার নিয়মিত কৃষকদের সহায়তায় প্রণোদনা দিচ্ছে। রবি ফসলের তেল ও ডাল ফসল এবং ধানের উৎপাদন বৃদ্ধিতে এই বীজ ও সার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই, কৃষকেরা এই সুবিধা কাজে লাগিয়ে অধিক ফলন অর্জন করবেন। এতে কৃষকের আয় ও উৎপাদন দুই-ই বাড়বে।’
অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা ছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কৃষি সংশ্লিষ্ট প্রতিনিধি ও বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ
দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার
তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ঢাবি শিক্ষিকার ছবি বিকৃত করায় মামলা: প্রধান আসামি এক্টিভিস্ট মুজতবা খন্দকার
নেপালে পানবাড়ি পর্বতে ২ পর্বতারোহী নিখোঁজ 
নির্বাচন যথাসময়ে হতে হবে, সংস্কারও বাস্তবায়ন করতে হবে: আখতার
ঢাকায় নেদারল্যান্ডস ভিসা সেন্টার উদ্বোধন
১০