জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে আরও জনপ্রিয় করা হবে : যুব ও ক্রীড়া উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ২৩:৪৭
বৃহস্পতিবার ঢাকায় জাতীয় স্টেডিয়ামে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে-২০২৪ (অনূর্ধ্ব-১৭) এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন যুব ও ক্রীড়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: পিআইডি

ঢাকা, ১৯ জুন, ২০২৫ (বাসস) :  যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, প্রোপার মার্কেটিং এবং ব্র্যান্ডিংয়ের মাধ্যমে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে আরও জনপ্রিয় করে তোলা  হবে।

তিনি বলেন, জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রতি বছর ইউনিয়ন পর্যায় থেকে প্রায় এক লাখ প্রতিযোগী অংশগ্রহণ করে। স্থানীয় পর্যায়ের সেরা খেলোয়াড়দের নিয়ে টিম গঠিত হয় এবং সর্বশেষ বিভাগীয় পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এই ধরনের টুর্নামেন্টকে আরও বেশি অন্তর্ভুক্তিমূলক করার সুযোগ আছে।

আজ ঢাকায় জাতীয় স্টেডিয়ামে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে-২০২৪ (অনূর্ধ্ব-১৭) এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন,  ফুটবল, ক্রিকেটসহ সকল খেলাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিকেন্দ্রীকরণের কাজ করছে। বিসিবি ইতিমধ্যে রিজিওনাল ক্রিকেট নিয়ে বিভিন্ন পরিকল্পনা করছে। বাফুফেও রিজিওনাল ফুটবল নিয়ে কাজ করবে। আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলার ভেন্যুর পরিধি বৃদ্ধি করার কাজ করছি। আশা করছি এই বছরে নীলফামারীতে কোন একটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ এবং রাজশাহী ও খুলনায় আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করতে পারব। এভাবেই আমরা খেলাধুলাকে বিকেন্দ্রীকরণের একটি বাস্তব রূপ দেবো। সকলের সহযোগিতা এবং অংশগ্রহণের মাধ্যমে আমরা এগুলোকে বাস্তবে প্রমাণ করতে চাই। আমাদের এই ধরনের উদ্যোগ সামনের দিনেও চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা
ঠাকুরগাঁওয়ে মৃৎশিল্প প্রদর্শনী ও পিঠা মেলা
শরীয়তপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
ঝালকাঠিতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে নড়াইলে সভা
উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব উদ্যাপিত
বগুড়ায় মরহুম মাহবুব আলী খানের ৯১তম জন্মবার্ষিকী পালিত 
স্ত্রীসহ সাবেক মন্ত্রী শ. ম রেজাউলের আয়কর নথি জব্দ
নতুন মামলায় গ্রেফতার নজরুল-আরিফ
১০