রাজশাহীতে ‘শীর্ষ সন্ত্রাসী’ আটক, গুলিসহ অস্ত্র উদ্ধার

বাসস
প্রকাশ: ২০ জুন ২০২৫, ১২:৪৭

রাজশাহী, ২০ জুন, ২০২৫ (বাসস): রাজশাহীর দুর্গাপুর থেকে ‘শীর্ষ সন্ত্রাসী’ শরীফুলকে (৩০)  গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা।

এ সময় তার হেফাজতে থাকা মাটির নিচে লুকিয়ে রাখা বিদেশি পিস্তল ও তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

আটককৃত ব্যক্তি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ আদর্শগ্রাম এলাকার শফিকুল ইসলাম ওরফে বাবুর ছেলে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় দুর্গাপুর থানার জয়নগর কুলনঠিয়া নামক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার সকালে র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, গোয়েন্দা সূত্রে তারা জানতে পারে রাজশাহী মহানগরী ও জেলার কিছু ‘অস্ত্রধারী সন্ত্রাসী’ ও অজ্ঞাত গ্রুপ, অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে জনসাধারণের মাঝে ভয়ভীতি সঞ্চার ও ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ পরিচালনা করে আসছে। তারা মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলায় আধিপত্য বিস্তার, অন্ত কোন্দল, চাঁদাবাজি ও ছিনতাইসহ গোলাগুলিতেও অংশগ্রহণ করেছে।

এরপর র‌্যাব তাদের গতিবিধি অনুসরণ ও পর্যবেক্ষণ করতে থাকে।

র‌্যাব-৫ গোপন সূত্র থেকে জানতে পারে, কথিত ‘সন্ত্রাসী’ শরীফুলের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র আছে এবং সে রাজশাহী জেলায় একটি সংঘবদ্ধ দলের সঙ্গে মিলে ‘সন্ত্রাসী’ কার্যকলাপ করছে। এই তথ্য পেয়ে র‌্যাব-৫ এর গোয়েন্দারা তাকে দীর্ঘদিন ধরে নজরদারি করছিল। পরে দুর্গাপুরের জয়নগর কলনঠিয়া এলাকায় অভিযান চালিয়ে শরীফুলকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে শরীফুল স্বীকার করেছে, তার অবৈধ অস্ত্রটি শ্বশুর বাড়িতে লুকানো আছে। পরে বসতবাড়ির খড়ের ঘরের মাটির নিচে দুই ফুট গভীরে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

‘শীর্ষ সন্ত্রাসী’ শরীফুল ও তার চক্রের অন্যান্য ‘সন্ত্রাসীদের’ গ্রেফতারে র‌্যাব-৫ এর গোয়েন্দা নজরদারি ও তৎপরতা চলমান থাকবে। আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে রাজশাহী জেলার দুর্গাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নগর উন্নয়নে কাজ করা ব্যক্তি-প্রতিষ্ঠানকে পদক দেবে ডিএনসিসি
বাংলাদেশ ব্যাংকের টেকসই রেটিং পেল ১০ ব্যাংক, ২ আর্থিক প্রতিষ্ঠান
কুমিল্লায় ২৪-এর শহীদদের স্মরণে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বার্সেলোনায় টার স্টেগানের ভবিষ্যত নিয়ে শঙ্কা
শব্দ দূষণ করায় ফেনীতে ৪ পরিবহন চালককে জরিমানা
জবিতে ‘জুলাই বিপ্লব ও বৈষম্যহীন বাংলাদেশ’ সেমিনার অনুষ্ঠিত
‘জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি রেজিসটেন্স ডে’ উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শনী, গান ও ড্রোন শো
পাঁচ মাস পরে ফিরেই গোল পেলেন নেইমার
এনসিপির ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত
ফ্যাসিবাদের প্রেতাত্মারা জুলাই যোদ্ধা কমরেডদের ওপর হামলা করেছে : মাহমুদুর রহমান
১০