খাগড়াছড়িতে তিন দিনব্যাপী ফল মেলা 

বাসস
প্রকাশ: ২০ জুন ২০২৫, ১৩:২৮
ছবি: বাসস

খাগড়াছড়ি, ২০ জুন ২০২৫ (বাসস): ‘দেশি ফল বেশি খাই আসুন ফলের গাছ লাগাই’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় আজ ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৫ শুরু হয়েছে। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ ফল মেলা আয়োজন করেছে। 

আজ শুক্রবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদদপ্তরের জেলা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ফল মেলা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

পরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত। 

খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার’র সভাপতিত্বে এ সভায় আরও রাখেন জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, জেলায় কৃষি সম্প্রসারণ অধিধপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ বাছিরুল আলম প্রমুখ।  

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তিন দিনব্যাপী এ ফল মেলায় ২০টি স্টলে দেশি-বিদেশি আম, কাঁঠাল, আখ, জামরুল, পেঁপে, দেশি-বিদেশি নানা জাতের ফল ও ফলের বীজ প্রদর্শন করা হচ্ছে। এ মেলা আগামী ২২ জুন পর্যন্ত চলবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাসস দেশ-৬১ : দেশে স্বাধীনতার পর এবারই রেকর্ড পরিমাণ খাদ্য মজুত রয়েছে : মহাপরিচালক
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসস পরিচালনা বোর্ড চেয়ারম্যানের শোক
যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য : প্রেস সচিব
রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে অংশীজন সংলাপ শুরু আগামীকাল
কেনের হ্যাটট্রিকে বুন্দেসলিগায় বায়ার্নের উড়ন্ত সূচনা
ফ্যাসিবাদ বিতাড়নের যুদ্ধে অসামান্য অবদান রেখেছেন আইনজীবীরা : অ্যাটর্নি জেনারেল
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসসের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালকের শোক 
বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল
নির্বাচিত সরকারই সংকট সমাধানের পথ : মির্জা ফখরুল
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
১০