ভোলার মেঘনা নদীতে ডুবে জেলের মৃত্যু

বাসস
প্রকাশ: ২০ জুন ২০২৫, ১৪:৫৩

ভোলা,২০ জুন, ২০২৫ (বাসস): জেলার মনপুরায়  মাছ শিকার শেষে তীরে  এসে মেঘনা নদীতে পড়ে মো. মহিউদ্দিন (৫০) নামে  এক জেলের মৃত্যু হয়েছে। 

মৃত মহিউদ্দিন মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

আজ শুক্রবার দুপুর ১২ টার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলমপুর রাস্তার মাথার মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয় জেলেরা।

স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার রাতে একটি ট্রলার নিয়ে  মহিউদ্দিন মাঝিসহ আরো ৭ জেলে মনপুরা উপজেলার মেঘনা নদীতে মাছ শিকার করতে যান। নদীতে শিকার করা মাছ নিয়ে আজ শুক্রবার সকাল ৯ টার দিকে উত্তর সাকুচিয়ার আলমপুর রাস্তার মাথা নামক এলাকার মেঘনা নদীর এসে তীরে  নোঙর করে ট্রলারটি। পরে সব জেলে নাস্তা খেতে উপরে উঠে গেলেও মহিউদ্দিন উঠেনি। সে পরে আসবে বলে সঙ্গীদের বলেন। 

এরপর  জেলেরা ফিরে এসে মহিউদ্দিনকে ট্রলারে দেখতে না পেয়ে খোঁজাখুজি করেন। পরে দুপুর ১২ টার নদীতে ওই স্থানে এক জেলের জালে তার লাশ উঠে আসে। জেলেদের দাবী মহিউদ্দিন সাঁতার ভালো জানতো না। ট্রলার থেকে নামার সময় নদীতে পরে মৃত্যু হয়েছে বলে ধারনা করেন তারা।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আহসান কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসস'কে জানান, পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০