ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত, আহত ২০

বাসস
প্রকাশ: ২০ জুন ২০২৫, ২৩:০৩ আপডেট: : ২০ জুন ২০২৫, ২৩:৩২

ময়মনসিংহ, ২০ জুন, ২০২৫ (বাসস) :  ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২০ জন।

আজ শুক্রবার বিকেলে ও রাতে এই দুই দুর্ঘটনা ঘটে।

রাত ৯টার দিকে ময়মনসিংহের ফুলপুর পৌর শহরের কাজিয়াকান্দা এলাকায় হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রা থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হন। আহত হন অন্তত ১৫ জন। হতাহতরা সবাই মাহিন্দ্রার যাত্রী বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন দেয়। মুহূর্তেই বাসটি পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি জানান, উত্তেজিত জনতার কারণে উদ্ধার কাজ কিছুটা বিলম্বিত হয়। আহতদের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে আজ বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুর এলাকার হিমালয় ফিলিং স্টেশনের সামনে একটি অ্যাম্বুলেন্স ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারী ও এক শিশুর মৃত্যু হয়।  পরে আহতদের ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হলে সেখানে চিকিৎসারত অবস্থায় সিএনজিচালিত অটোরিকশা চালক মারা যান। এঘটনায় নিহতরা হলেন ধোবাউড়ার বরাটিয়া গ্রামের জবেদা খাতুন (৮৫), ফুলপুরের মদীপুর সুতারপাড়া এলাকার রাকিবুল হাসান (১৫) ও চালক ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের শুইলাম বুধবারিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলম।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত আরও চারজনকে সার্জারি ও অর্থোপেডিকস ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজন অ্যাম্বুলেন্সের হেলপার রয়েছেন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে।  অ্যাম্বুল্যান্সটি পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের।  গাড়িতে কোনো রোগী ছিল না। দুর্ঘটনার পর পরই চালক পালিয়ে যায়। দুই জনের  মরদেহ থানায় রাখা হয়েছে এবং সিএনজি চালকের লাশ ময়মনসিংহ মেডিকেলের  মর্গে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষা ১০ অক্টোবর থেকে
পোল্যান্ডের আকাশে ড্রোন মোকাবিলায় ন্যাটোর সহায়তা
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ৪৩, চিকুনগুনিয়ায় ২৯
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,২৬০ মামলা
প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে তাইজুল
সুশাসন নিশ্চিত হলে সরকারি কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বাড়ে : টিআইবি
নেপালের নিষেধাজ্ঞায় বিমানের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট স্থগিত
নেত্রকোনায় যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সচেতনতামূলক প্রচারাভিযান 
চট্টগ্রামের বোয়ালখালীতে ৩৪ শতক জমি উদ্ধার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ
বাংলাদেশ ও গুয়াতেমালা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ
১০