জনগণের প্রত্যাশা অনুযায়ী ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত : এটিএম মাসুম

বাসস
প্রকাশ: ২০ জুন ২০২৫, ২৩:৩০

লক্ষ্মীপুর, ২০ জুন, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এ টি এম মাসুম বলেছেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন হিসেবেই জামায়াত আগামী জাতীয় নির্বাচনকে লক্ষ্য করে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে।

আজ শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে জেলা জামায়াতের ওয়ার্ড সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি স্থানীয় সরকার নির্বাচনের লক্ষ্যে লক্ষ্মীপুরের ৪টি পৌরসভার মেয়র, ৫টি উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং ৫৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এ টি এম মাসুম বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের কারণে দেশে যে জঞ্জাল সৃষ্টি হয়েছে, জনগণ তা আর চায় না। কেউ জুলুম, অত্যাচার কিংবা হামলা-মামলা চায় না। জনগণ এখন ঐক্যবদ্ধ। গত ১০ মাসে জামায়াত জনগণের আস্থা অর্জন করেছে। জনগণ জামায়াতকে ভোট দিতে চায়। কারণ তাদের মতে, অনেক দল দেখেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। তাই তারা এখন জামায়াতের ওপর আস্থা রাখতে চায়। সে কারণেই জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছি।’

জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. রেজাউল করিম। 

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির নজির আহমদ, সেক্রেটারি এ.আর. হাফিজ উল্লাহ, মজলিসে শূরা সদস্য ফারুক হোসেন নুরুন্নবী, সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন, মহসিন কবির মুরাদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনের আগে জুলাই সনদের ওপর গণভোট চায় জামায়াত : ডা. তাহের
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণসংযোগ ও লিফলেট বিতরণ
প্রবাসীদের ভোটাধিকার দেয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ
বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন: তারেক রহমান
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে: গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 
জনগণের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: ডিএনসিসি প্রশাসক
১০