ফেনীতে নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংক থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার 

বাসস
প্রকাশ: ২১ জুন ২০২৫, ১১:৪৯

ফেনী, ২১ জুন, ২০২৫ (বাসস): জেলার ছাগলনাইয়া উপজেলায় নির্মাণাধীন একটি বাড়ির সেফটি ট্যাংক থেকে ফয়সাল ফারাবী (৯) ও সাখাওয়াত জাহান লিহান (৮) নামের দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে জেলার ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া সাতবাড়ি সড়কের জনৈক আবুল খায়েরের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। 

মৃত শিশু ফয়সাল ফারাবী স্থানীয় ইম্পেরিয়াল স্কুলের ২য় শ্রেণীর শিক্ষার্থী এবং জেলার ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পূর্ব শিলুয়া গ্রামের কাতার প্রবাসী ইকবাল হোসেনের পুত্র। অন্যদিকে, মৃত শিশু সাখাওয়াত জাহান লিহান ছাগলনাইয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী এবং একই উপজেলার ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর গ্রামের দুবাই প্রবাসী সামছুল হকের পুত্র। 

উভয় শিশুর পরিবার ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া সাতবাড়ি সড়কের শেখ ভবনে ভাড়া থাকেন। 

পুলিশ ও  স্থানীয় সূত্রে জানা যায়, ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া সাতবাড়ি সড়কের শেখ ভবনের বাসিন্দা শিশু ফয়সাল ফারাবী ও সাখাওয়াত জাহান লিহান শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শেখ ভবনের পাশে নির্মাণাধীন আবুল খায়েরের নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংক থেকে ফারাবী ও লিহানকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেফটি ট্যাংক থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বায়তুল মুকাররম প্রাঙ্গণে ইসলামি বইমেলা শুরু কাল 
ইরানের ক্ষতিগ্রস্ত স্থাপনার নিচে এখনো রয়েছে সমৃদ্ধ পারমাণবিক উপাদান
নাইজারে সন্দেহভাজন জিহাদিরা সেনাদের হত্যা করেছে 
ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরাইলের
মিরসরাইয়ে কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-মেয়ের মৃত্যু
হাইকোর্টের বিচারপতি মো. আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গৃহীত
ভারী বর্ষণের সম্ভাবনা ৪ বিভাগে, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত
দক্ষিণ সুদানের ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে খুন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ 
কানাডার অর্থনীতি জোরদারে মার্ক কার্নির বড় প্রকল্প ঘোষণা
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক
১০