টাঙ্গাইলে তিন মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ 

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ২০:০৪

টাঙ্গাইল, ২৩ জুন, ২০২৫ (বাসস) : জেলার সখীপুরে তালিমঘর এলাকার তোফাজ্জল হোসেন তালীমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা থেকে তিন শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

গতকাল রোববার রাতে তারা মাদ্রাসা থেকে নিখোঁজ হয়।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো উপজেলার বেড়বাড়ী খন্দকার পাড়ার নাজিবুল ইসলামের ছেলে সামিউল ইসলাম (১৫), বাজাইল গ্রামের সেলিম হোসাইনের ছেলে মমিনুল ইসলাম মারুফ (১৬) এবং মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের আলাল মিয়ার ছেলে রবিউল ইসলাম (১৫)।

তাফাজ্জল হোসেন তালীমুল কুরআন মাদ্রাসার সুপার মো. নুরুল ইসলাম জানান, রোববার ভোর চারটার দিকে শিক্ষার্থীদের ছবক দেওয়ার জন্য ডাকা হলে তখন এই তিন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। অনেক সময় শিক্ষার্থীরা রাগ করে মাদ্রাসা থেকে পালিয়ে যায় সেটি চিন্তা করে শিক্ষার্থীদের অভিভাবকদের বিষয়টি জানানো হয়েছে।

নিখোঁজ সামিউল ইসলামের বাবা নাজিবুল ইসলাম বলেন, ভোর রাতে মাদ্রাসা থেকে আমাকে জানানো হয় আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না। সকালে খোঁজ নিয়ে জানতে পারি তক্তার চালা বাজার থেকে সিএনজি যোগে তারা মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার ঢাকা-টাঙ্গাইল রোডে গিয়ে নেমেছে। আমরা আমাদের সকল আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করছি। কিন্তু কোথাও তাদের কোথায় পাওয়া যায়নি।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূইয়া জানান, এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০