টাঙ্গাইলে তিন মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ 

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ২০:০৪

টাঙ্গাইল, ২৩ জুন, ২০২৫ (বাসস) : জেলার সখীপুরে তালিমঘর এলাকার তোফাজ্জল হোসেন তালীমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা থেকে তিন শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

গতকাল রোববার রাতে তারা মাদ্রাসা থেকে নিখোঁজ হয়।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো উপজেলার বেড়বাড়ী খন্দকার পাড়ার নাজিবুল ইসলামের ছেলে সামিউল ইসলাম (১৫), বাজাইল গ্রামের সেলিম হোসাইনের ছেলে মমিনুল ইসলাম মারুফ (১৬) এবং মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের আলাল মিয়ার ছেলে রবিউল ইসলাম (১৫)।

তাফাজ্জল হোসেন তালীমুল কুরআন মাদ্রাসার সুপার মো. নুরুল ইসলাম জানান, রোববার ভোর চারটার দিকে শিক্ষার্থীদের ছবক দেওয়ার জন্য ডাকা হলে তখন এই তিন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। অনেক সময় শিক্ষার্থীরা রাগ করে মাদ্রাসা থেকে পালিয়ে যায় সেটি চিন্তা করে শিক্ষার্থীদের অভিভাবকদের বিষয়টি জানানো হয়েছে।

নিখোঁজ সামিউল ইসলামের বাবা নাজিবুল ইসলাম বলেন, ভোর রাতে মাদ্রাসা থেকে আমাকে জানানো হয় আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না। সকালে খোঁজ নিয়ে জানতে পারি তক্তার চালা বাজার থেকে সিএনজি যোগে তারা মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার ঢাকা-টাঙ্গাইল রোডে গিয়ে নেমেছে। আমরা আমাদের সকল আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করছি। কিন্তু কোথাও তাদের কোথায় পাওয়া যায়নি।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূইয়া জানান, এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৭০৯ মামলা
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৬
টোকিওতে বাংলাদেশের মানবসম্পদ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
আগামী জুনের মধ্যে লংগদু সড়কে স্থায়ী সেতু নির্মাণের কাজ শুরু হবে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৭ জন গ্রেফতার 
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৬
চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
শেরপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে ধরা দিল কাঞ্চনজঙ্ঘা
ময়মনসিংহে বিনার বার্ষিক গবেষণা অগ্রগতি শীর্ষক কর্মশালার উদ্বোধন
১০