
ময়মনসিংহ, ৪ নভেম্বর ২০২৫ (বাসস) : জেলায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনার বার্ষিক গবেষণা অগ্রগতি ও পর্যালোচনা শীর্ষক পাঁচ দিনব্যাপী এক কর্মশালা শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সকালে বিনা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবু জুবায়ের হোসাইন বাবলু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে বিনা ২২ টি ফসলের ১৩৫ টি জাত উদ্ভাবন করে দেশের খাদ্য ও পুষ্টির চাহিদা পুরণে অবদান রাখছে। মানুষের তুলনায় জমি কম হওয়ায় স্বল্প সময়ে অধিক ফলনশীল জাত উদ্ভাবন করতে হবে।
এ কর্মশালায় দেশব্যাপী বিনা উদ্ভাবিত বিভিন্ন জাতের বীজ উৎপাদনে অবদানের জন্য ২১ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শরীফুল হক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর ড. জি এম মজিবর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস)’র পরিচালক প্রফেসর ড. হাম্মাদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু, বিনার পরিচালক ড. আজিজুল হক, বিনা পরিচালনা পর্ষদের সদস্য এ কে এম আনিসুজ্জামান আনিস ও শফিকুল আলম সোহেল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বিনার পরিচালক ড. মোহাম্মদ হোসেন আলী।
এ সময় উপস্থিত ছিলেন, বিজ্ঞানী, কৃষি কর্মকর্তা ও কৃষক-কৃষাণীরা।