ময়মনসিংহে বিনার বার্ষিক গবেষণা অগ্রগতি শীর্ষক কর্মশালার উদ্বোধন

বাসস
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১৭:০২
আজ ময়মনসিংহে বিনার বার্ষিক গবেষণা অগ্রগতি শীর্ষক কর্মশালার উদ্বোধন। ছবি : বাসস

ময়মনসিংহ, ৪ নভেম্বর ২০২৫ (বাসস) : জেলায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনার বার্ষিক গবেষণা অগ্রগতি ও পর্যালোচনা শীর্ষক পাঁচ দিনব্যাপী এক কর্মশালা শুরু হয়েছে।

আজ মঙ্গলবার সকালে বিনা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবু জুবায়ের হোসাইন বাবলু। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে বিনা ২২ টি ফসলের ১৩৫ টি জাত উদ্ভাবন করে দেশের খাদ্য ও পুষ্টির চাহিদা পুরণে অবদান রাখছে। মানুষের তুলনায় জমি কম হওয়ায় স্বল্প সময়ে অধিক ফলনশীল জাত উদ্ভাবন করতে হবে। 

এ কর্মশালায় দেশব্যাপী বিনা উদ্ভাবিত বিভিন্ন জাতের বীজ উৎপাদনে অবদানের জন্য ২১ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শরীফুল হক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর ড. জি এম মজিবর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস)’র পরিচালক প্রফেসর ড. হাম্মাদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু, বিনার পরিচালক ড. আজিজুল হক, বিনা পরিচালনা পর্ষদের সদস্য এ কে এম আনিসুজ্জামান আনিস ও শফিকুল আলম সোহেল। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বিনার পরিচালক ড. মোহাম্মদ হোসেন আলী।

এ সময় উপস্থিত ছিলেন, বিজ্ঞানী, কৃষি কর্মকর্তা ও কৃষক-কৃষাণীরা।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা বিএনপির ৭ দিনব্যাপী কর্মসূচি
২০২৪ সালে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ২.৩ শতাংশ বেড়েছে : জাতিসংঘ
সাবেক এমপি নিজাম হাজারীর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আইএফআইসি ব্যাংকের সাবেক এমডি শাহ আলম সারওয়ারকে ৫ কোটি টাকা জরিমানা
আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭
জার্মানিতে এক বিলিয়ন ইউরোর ‘এআই সেন্টার’ স্থাপন করবে এনভিডিয়া ও ডয়েচে টেলিকম
এনসিপিসহ তিনটি দলকে নিবন্ধন বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন
দুবলার চরে ‌‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে নিরাপত্তা জোরদার
১০