
ঢাকা, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত পৃথক তিনটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
অন্য দুটি দল হলো- বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টি।
জাতীয় নাগরিক পার্টিকে ‘শাপলা কলি’, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে (মার্ক্সবাদী) ‘কাঁচি’ এবং বাংলাদেশ আম জনগণ পার্টিকে ‘হ্যান্ডশেক’ প্রতীক বরাদ্দ করে পৃথকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এনসিপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ঠিকানা : রূপায়ণ ট্রেড সেন্টার (২য় তলা), ১১৪ কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলামোটর, ঢাকা-১২০৫ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন নির্বাচন কমিশনে দরখাস্ত পেশ করেছেন। তাদের প্রার্থিত প্রতীক ‘শাপলা কলি’।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উক্ত রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে কারও কোনো আপত্তি থাকলে প্রয়োজনীয় দলিলাদিসহ কারণ উল্লেখপূর্বক আগামী ১২ নভেম্বরের মধ্যে লিখিতভাবে নিম্নস্বাক্ষরকারীর নিকট জানাতে অনুরোধ করা হলো।
এর আগে মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ বলেন, কমিশন মনে করেছে এই তিনটি দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার যোগ্য। তাদের বিষয়ে আগামীকাল পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। দাবি-আপত্তির সময়সীমা ১২ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং দাবি-আপত্তি নিষ্পত্তির পর নিবন্ধনের সনদ দেওয়া হবে।
ইসি সূত্রে জানা গেছে, নিবন্ধনের জন্য নির্ধারিত সময়ের মধ্যে ১৪৩টি দল আবেদন করে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ২২টি দলের বিষয়ে মাঠ পর্যায়ে তদন্ত পাঠানো হয়।
তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধনের জন্য নির্বাচিত করে নির্বাচন কমিশন।