উচ্চশিক্ষার মান উন্নয়নে ‘ওবিই’ কারিকুলাম প্রণয়ন অপরিহার্য: বেরোবি উপাচার্য

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ২০:০৬
ছবি : বাসস

রংপুর, ২৩ জুন, ২০২৫ (বাসস) : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেছেন, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো সম্প্রতি বৈশ্বিকভাবে স্বীকৃত আউটকাম বেসড এডুকেশন (ওবিই) পদ্ধতি গ্রহণ করেছে। যার ফলে দেশের শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে, যা আমাদের দেশের উচ্চশিক্ষার মান উন্নয়নে সহায়ক।

তিনি বলেন, আউটকাম বেসড এডুকেশন (ওবিই) একটি শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি ও যেখানে শিক্ষার্থীরা শেখার প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে সব সময় নতুন কিছু জানতে চায়। 

এজন্য শিক্ষকদের শিক্ষার্থীদের সঙ্গে আপডেটেড হতে হবে।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘আউটকাম-বেসড এডুকেশন : এ পাথওয়ে টু অ্যাক্রেডিটেশন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

উপাচার্য বলেন, আউটকাম বেসড এডুকেশন (ওবিই) কারিকুলাম বাস্তবায়ন অ্যাক্রিডিটেশন অর্জনের জন্য অপরিহার্য। এটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তাদের প্রোগ্রামের মান নিশ্চিত করতে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত হতে সাহায্য করে। খুব শিগগিরই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও আউটকাম বেসড এডুকেশন (ওবিই) কারিকুলাম বাস্তবায়ন হবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম। কর্মশালায় ‘আউটকাম বেসড এডুকেশন’ নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এ. বি. এম. রহমতুল্লাহ।

কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুল লতিফ এবং ড. মো. আব্দুর রকিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৭০৯ মামলা
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৬
টোকিওতে বাংলাদেশের মানবসম্পদ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
আগামী জুনের মধ্যে লংগদু সড়কে স্থায়ী সেতু নির্মাণের কাজ শুরু হবে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৭ জন গ্রেফতার 
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৬
চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
শেরপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে ধরা দিল কাঞ্চনজঙ্ঘা
ময়মনসিংহে বিনার বার্ষিক গবেষণা অগ্রগতি শীর্ষক কর্মশালার উদ্বোধন
১০