কিশোরগঞ্জে তিনদিন ব্যাপী কৃষি মেলা 

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ২০:১৯
ছবি: বাসস

কিশোরগঞ্জ, ২৩ জুন, ২০২৫ (বাসস): জেলার পাকুন্দিয়া উপজেলায় আজ থেকে তিনদিন ব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। 

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় পাকুন্দিয়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। 

আজ সোমবার সকাল ১০টায় পৌর এলাকার ঈদগাহ মাঠে এ মেলা উদ্বোধন করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন।  

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর-ই-আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ড. দৌলত হোসেন ভূঁইয়া, কটিয়াদী ফেকামারা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম বিপ্লব, সাবেক পৌর কাউন্সিলর সিদ্দিক হোসেন রিপন, পৌর জামায়াতের আমির নাজমুল হক, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হামিমুল হক সোহাগ ও আমিনুল হক শামীম প্রমুখ।

তিনদিন ব্যাপী এ মেলায় ১১টি স্টলে বিভিন্ন ধরনের ফলদ, ঔষধি, বনজ ও ফুলগাছের চারা প্রদর্শন করা হচ্ছে। এসব গাছের চারা দর্শনার্থীদের পছন্দ অনুযায়ী বিক্রিও করা হচ্ছে। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার স্টলগুলো ঘুরে দেখেন।

উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলম জানান, এবারের মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে উন্মুক্ত গাছ পরিচিতি কুইজ প্রতিযোগিতা। এতে নির্দিষ্ট ১২টি গাছের মধ্যে অন্তত ১০টির নাম সঠিকভাবে বলতে পারলেই পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে একটি করে পেয়ারা বা জাম গাছের চারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০