ফরিদপুরে কৃষকদের মধ্যে নারিকেল চারা বিতরণ

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ২০:২০
নারিকেল চারা বিতরণ। ছবি : বাসস

ফরিদপুর, ২৩ জুন, ২০২৫ (বাসস) : জেলায় আজ কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষকদের মধ্যে বিনামূল্যে নারিকেল চারা বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনশ’ জন কৃষকদের মধ্যে বিনামূল্যে উন্নত জাতের একহাজার পাঁচশ’টি নারিকেলের চারা বিতরণ করা হয়। 

সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  ইসরাত জাহান।

এ সময় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাসুদ রানা, সদর উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আব্দুর রব, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম-সহ উপকারভোগীরা  উপস্থিত ছিলেন। 

সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে নারিকেলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার ৩০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে জনপ্রতি ৫ টি করে উন্নত জাতের নারিকেলের চারা বিতরণ করা হয়েছে। এ উদ্যোগের ফলে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি নারিকেল উৎপাদনও বৃদ্ধি পাবে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৭০৯ মামলা
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৬
টোকিওতে বাংলাদেশের মানবসম্পদ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
আগামী জুনের মধ্যে লংগদু সড়কে স্থায়ী সেতু নির্মাণের কাজ শুরু হবে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৭ জন গ্রেফতার 
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৬
চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
শেরপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে ধরা দিল কাঞ্চনজঙ্ঘা
ময়মনসিংহে বিনার বার্ষিক গবেষণা অগ্রগতি শীর্ষক কর্মশালার উদ্বোধন
১০