‎পিরোজপুর নির্বাচন অফিসে দু’দকের হানা

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ২০:৩৮

‎পিরোজপুর, ২৩ জুন, ২০২৫ (বাসস) : জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার বেলা ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পিরোজপুর জেলার নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে চলে এই অভিযান। এই সময় অভিযোগ পর্যালোচনার জন্য নির্বাচন অফিসের নথিপত্র সংগ্রহ করে দুদক।

অভিযানে তিন সদস্য বিশিষ্ট এই দুদক টিমের নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশন পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন।

দুদক সূত্রে জানা গেছে, গ্রাহকদের সেবা প্রদানে অনিয়ম ও সেবা প্রদানের জন্য অতিরিক্ত অর্থ আদায়সহ বেশ কিছু অভিযোগের ভিত্তিতে পিরোজপুর জেলা নির্বাচন অফিসে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন দুদকের সমন্বিত পিরোজপুর জেলা কার্যালয়। 

এ সময় গ্রাহকদের অভিযোগের পর্যালোচনা করার জন্য নির্বাচন অফিস থেকে নথি পত্র সংগ্রহ করা হয়। এছাড়া নির্বাচন কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করে দুদক টিম।

অভিযানের বিষয় পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মান্নান বলেন, দুদকের একটি টিম দুপুরে আমাদের এখানে আসেন। এ সময় তারা আমাদের এখানকার কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেছেন। তবে কোনো অনিয়ম তারা পায়নি।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, গ্রাহকদের কিছু অভিযোগের ভিত্তিতে আমরা আজ জেলা নির্বাচন কর্মকর্তার অফিসে একটি অভিযান পরিচালনা করেছি। গ্রাকদের অভিযোগ পর্যালোচনার জন্য সেখান থেকে কিছু নথিপত্র সংগ্রহ করা হয়েছে। নথিপত্র ও পর্যালোচনা করে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সেনা প্রধানের বক্তব্য বিকৃতি ও অপপ্রচারের বিরুদ্ধে সেনাবাহিনীর বিবৃতি
শেরপুরে বিশ্ব শিশু দিবস পালিত
বগুড়ায় সাড়ে নয় লাখ শিশু টাইফয়েড টিকার আওতায় 
নড়াইলে আরাফাত রহমান কোকো স্মৃতি হাডুডু টুর্নামেন্ট শুরু
রাজবাড়ীতে বিশ্ব শিশু দিবস পালিত
ইন্দোনেশিয়ার পাপুয়ায় খনি ধসে নিখোঁজ ৫ শ্রমিকের মরদেহ উদ্ধার
আ. লীগের বিচার প্রসঙ্গে তারেক রহমান: জনগণই সবচেয়ে বড় বিচারক
মুরাদনগরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
লালমনিরহাটে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ ও ঢেউটিন বিতরণ 
ফটিকছড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড 
১০