চট্টগ্রামে ঝটিকা মিছিলের অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১৮:২৫
আওয়ামী লীগ নেতা গ্রেফতার। ছবি : বাসস

চট্টগ্রাম, ২৬ জুন, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরীতে সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। তার নেতৃত্বে দুই মাস আগে নগরীতে একটি ঝটিকা মিছিল হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জুন) নগরীর আছাদগঞ্জ এলাকার নিজ বাসা থেকে তাকে কোতোয়ালি থানা পুলিশ গ্রেফতার করে। গ্রেফতার সামছুদ্দিন ছিদ্দিকী (৪৫) আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য বলে পুলিশ জানিয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, গত ২৪ এপ্রিল সামছুদ্দিন ছিদ্দিকীর নেতৃত্বে নগরীর সিআরবি এলাকায় সরকার বিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের হয়, যাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরাও ছিলেন। তারা লাঠিসোঁটা, ইট-পাটকেল নিয়ে মিছিল করে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছিল।

এঘটনায় পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে কোতোয়ালি থানায় মামলা করেছিল। ওই মামলায় সামছুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে বলে ওসি জানান।


 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০