চট্টগ্রামে ঝটিকা মিছিলের অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১৮:২৫
আওয়ামী লীগ নেতা গ্রেফতার। ছবি : বাসস

চট্টগ্রাম, ২৬ জুন, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরীতে সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। তার নেতৃত্বে দুই মাস আগে নগরীতে একটি ঝটিকা মিছিল হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জুন) নগরীর আছাদগঞ্জ এলাকার নিজ বাসা থেকে তাকে কোতোয়ালি থানা পুলিশ গ্রেফতার করে। গ্রেফতার সামছুদ্দিন ছিদ্দিকী (৪৫) আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য বলে পুলিশ জানিয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, গত ২৪ এপ্রিল সামছুদ্দিন ছিদ্দিকীর নেতৃত্বে নগরীর সিআরবি এলাকায় সরকার বিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের হয়, যাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরাও ছিলেন। তারা লাঠিসোঁটা, ইট-পাটকেল নিয়ে মিছিল করে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছিল।

এঘটনায় পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে কোতোয়ালি থানায় মামলা করেছিল। ওই মামলায় সামছুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে বলে ওসি জানান।


 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীকাল শেরপুর জেলায় দুদকের ১৮৪তম গণশুনানি
ফেনীতে ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার
ব্রাজিলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দলের যোগদান
নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল
আওয়ামী লীগের আরও ৬ নেতা-কর্মী গ্রেফতার
শেরপুর সীমান্তে ভারতীয় মশলা জব্দ
নতুন কুঁড়ির আবেদনের সময়সীমা বৃদ্ধি
রাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু :  হাসপাতালে ভর্তি ৫৮০ জন 
ডিএসসিসিতে ভুয়া জ্বালানি খরচে কোটি টাকা আত্মসাৎ : দুদকের অভিযান
১০