ধর্ষণ ও নির্যাতনের দায়ে অস্ট্রেলিয়ার সাবেক আইনপ্রণেতাকে ৫ বছরের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১২:৩৪

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৫ (বাসস) : ধর্ষণ ও যৌন নির্যাতনের দায়ে অস্ট্রেলিয়ার একজন বিচারক আজ শুক্রবার সাবেক আইনপ্রণেতাকে পাঁচ বছরেরও বেশি কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নিউ সাউথ ওয়ালেসের ডানপন্থী রাজনীতিবিদ গ্যারেথ ওয়ার্ডকে ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে ১৮ থেকে ২৪ বছর বয়সি দুই পুরুষকে নির্যাতনের অভিযোগে গত জুলাইয়ে দোষী সাব্যস্ত করা হয়।

৪৪ বছর বয়সি এই আইনপ্রণেতা দুই সপ্তাহ পর পদত্যাগ করতে অস্বীকৃতি জানান, যখন রাজ্য সংসদের সদস্যরা তাকে ক্ষমতাচ্যুত করার জন্য ভোট দিতে যাচ্ছিল।

সিডনির প্যারামাত্তা জেলা আদালতে বিচারক কারা শেড তাকে অপরাধের জন্য মোট পাঁচ বছর ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন। তার বিরুদ্ধে ধর্ষণের একটি অভিযোগ এবং যৌন নির্যাতনের তিনটি অভিযোগের ভিত্তিতে এই সাজা দেওয়া হয়।

আদালতের নথি থেকে জানা গেছে, রায়ে বলা হয়েছে— তিনি তিন বছর ৯ মাসের জন্য প্যারোলে মুক্তির যোগ্য হবেন না।

অস্ট্রেলিয়ান সংবাদপত্র জানিয়েছে, বিচারক বলেছেন, রাজনীতিবিদ তার প্রথম এক ব্যক্তিকে আক্রমণ করার সময় ‘ইচ্ছাকৃত এবং লুণ্ঠনকারী’ ছিলেন এবং দ্বিতীয় ব্যক্তি যখন মাতাল এবং ‘অরক্ষিত’ ছিলেন, তখন সেই সময়ের সুযোগ নিয়েছিলেন।

গ্যারেথ ওয়ার্ড তার সাজার বিরুদ্ধে আপিল করার সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০