ধর্ষণ ও নির্যাতনের দায়ে অস্ট্রেলিয়ার সাবেক আইনপ্রণেতাকে ৫ বছরের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১২:৩৪

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৫ (বাসস) : ধর্ষণ ও যৌন নির্যাতনের দায়ে অস্ট্রেলিয়ার একজন বিচারক আজ শুক্রবার সাবেক আইনপ্রণেতাকে পাঁচ বছরেরও বেশি কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নিউ সাউথ ওয়ালেসের ডানপন্থী রাজনীতিবিদ গ্যারেথ ওয়ার্ডকে ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে ১৮ থেকে ২৪ বছর বয়সি দুই পুরুষকে নির্যাতনের অভিযোগে গত জুলাইয়ে দোষী সাব্যস্ত করা হয়।

৪৪ বছর বয়সি এই আইনপ্রণেতা দুই সপ্তাহ পর পদত্যাগ করতে অস্বীকৃতি জানান, যখন রাজ্য সংসদের সদস্যরা তাকে ক্ষমতাচ্যুত করার জন্য ভোট দিতে যাচ্ছিল।

সিডনির প্যারামাত্তা জেলা আদালতে বিচারক কারা শেড তাকে অপরাধের জন্য মোট পাঁচ বছর ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন। তার বিরুদ্ধে ধর্ষণের একটি অভিযোগ এবং যৌন নির্যাতনের তিনটি অভিযোগের ভিত্তিতে এই সাজা দেওয়া হয়।

আদালতের নথি থেকে জানা গেছে, রায়ে বলা হয়েছে— তিনি তিন বছর ৯ মাসের জন্য প্যারোলে মুক্তির যোগ্য হবেন না।

অস্ট্রেলিয়ান সংবাদপত্র জানিয়েছে, বিচারক বলেছেন, রাজনীতিবিদ তার প্রথম এক ব্যক্তিকে আক্রমণ করার সময় ‘ইচ্ছাকৃত এবং লুণ্ঠনকারী’ ছিলেন এবং দ্বিতীয় ব্যক্তি যখন মাতাল এবং ‘অরক্ষিত’ ছিলেন, তখন সেই সময়ের সুযোগ নিয়েছিলেন।

গ্যারেথ ওয়ার্ড তার সাজার বিরুদ্ধে আপিল করার সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি এবং জামায়াতের সাথে আমাদের দূরত্ব হওয়ার কথাটি সত্য নয় : হাসনাত আবদুল্লাহ
নির্মাণাধীন ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের কাজ ৬ মাসের মধ্যে সম্পন্নের নির্দেশ
তানজানিয়ায় নির্বাচন ঘিরে বিক্ষোভে ‘প্রায় ৭০০ জন নিহত’: বিরোধী দল
জাপানের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে সি চিনপিংয়ের প্রথম বৈঠক
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক ‘বিশ্বাস’ গড়ে তোলা উচিত : চীনা প্রতিরক্ষামন্ত্রী
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সিলেটে বিদেশি রিভলভার ও বিস্ফোরক উদ্ধার
ঠাকুরগাঁও পৌর এলাকায় সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ শুরু 
মিরসরাইয়ে যাত্রীবেশে ১৯শ' পিস ইয়াবা পাচারকালে দুইযাত্রী গ্রেফতার
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৬ নেতাকর্মী গ্রেফতার
১০