ক্যারিবীয় অঞ্চলে ঘূর্ণিঝড় মেলিসার আঘাতে নিহত কমপক্ষে ৫০

বাসস
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১২:১৫

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিধ্বংসী ঘূর্ণিঝড় মেলিসার আঘাতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বৃহস্পতিবার পর্যন্ত নিহতের সংখ্যা ৫০ জনে পৌঁছেছে। ঝড়টি এখন বারমুডার দিকে এগুচ্ছে।

সান্তিয়াগো দে কিউবা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র (এনএইচসি) জানিয়েছে, বাহামায় বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। তবে কিউবা, জ্যামাইকা, হাইতি এবং প্রতিবেশী ডোমিনিকান প্রজাতন্ত্রে জলাবদ্ধতা অব্যাহত থাকতে পারে।

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকদের তথ্যমতে, মেলিসা এ পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর মধ্যে একটি। মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এই ঝড় হওয়ার সম্ভাবনা চারগুণ বেড়ে গেছে।

এনএইচসি জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে বারমুডায় গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের পরিস্থিতি বিরাজ করছিল এবং দ্বীপটি ঘূর্ণিঝড়ের সতর্কতার আওতায় ছিল। সেখানে সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়েছে।

শক্তিশালী এই ঘূর্ণিঝড় মোকাবিলায় স্থানীয় বাসিন্দাদের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে সরকার। 
জ্যামাইকার তথ্যমন্ত্রী ডানা মরিস ডিক্সন জানান, ঘূর্ণিঝড় মেলিসার আঘাতে নিশ্চিত মৃতের সংখ্যা ১৯ জন। এর মধ্যে ওয়েস্টমোরল্যান্ডে ৯ জন এবং সেন্ট এলিজাবেথে আটজন প্রাণ হারিয়েছেন।

জ্যামাইকা ও কিউবায় যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থা কার্যত স্থবির হয়ে পড়েছে। ক্ষয়ক্ষতি মূল্যায়নে কয়েক দিন সময় লাগতে পারে।

এদিকে, দারিদ্র্যপীড়িত হাইতির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বৃহস্পতিবার জানিয়েছে, দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। এছাড়া কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরো ২০ জন।

মেলিসার আঘতে এক হাজারের বেশি বাড়িঘর প্লাবিত হয়েছে এবং প্রায় ১৬ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

অন্যদিকে কিউবা কর্তৃপক্ষ জানিয়েছে, সান্তিয়াগো দে কিউবা, হোলগুইন ও গান্তানামো প্রদেশের প্রায় ৭ লাখ ৩৫ হাজার মানুষ সরিয়ে নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০