তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নওগাঁয় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বাসস
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১৮:৫৮
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নওগাঁয় বৃক্ষরোপণ কর্মসূচি । ছবি : বাসস

নওগাঁ, ২৬ জুন, ২০২৫ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে নওগাঁয় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড় পৌরসভার সামনে তারেক জিয়ার প্রজন্ম দল নওগাঁ জেলা, সদর ও পৌর শাখার উদ্যোগে এই পরিবেশবান্ধব কর্মসূচি পালন করা হয়।

নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়।

শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গাছের চারা বিতরণ করা হয়। এতে স্থানীয় জনসাধারণ ও পরিবেশ প্রেমীদের মাঝেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদল সদস্য ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান উজ্জ্বল, জেলা যুবদলের সদস্য মামুনুর রশীদ মামুন, জেলা যুবদলের সাবেক সদস্য ফরিদুল হোসেন, জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল জেলা শাখার আহ্বায়ক এস এম আব্দুল বারী হাসিবুল, সদর শাখার সদস্য সচিব সাদিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. টুটুল, ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. মোস্তাক, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক ময়নুল হক সনি, পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আতিক হাসান, নওগাঁ জেলা ম্যাটস ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান হোসেন পিয়াস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আলী, জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান ও অটোচালক দল নওগাঁ জেলার সদস্য সচিব দেওয়ান সাখাওয়াত হোসেন এবং রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদল এর সাবেক সাধারণ সম্পাদক ডা. নয়ন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০