গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

বাসস
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১৯:২৩

গোপালগঞ্জ, ২৬ জুন ২০২৫ (বাসস): জেলায় আজ মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা- মেয়ে সহ মোট তিনজন নিহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজলার পুরাতন মুকসুদপুর এবং একই মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় একই দিন সকালে এসব দুর্ঘটনা হয়।

নিহতরা হলেন ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কদমী গ্রামে সৈয়দ জামাল উদ্দিন (৭০) ও তার মেয়ে রহিমা বেগম (৩০) এবং নড়াইল জেলার লোহাগড়া উপজেলার জয়পুর গ্রামের জহিরুল শেখ (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর একটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার পুরান মুকসুদপুর এলাকায় বালু বোঝাই ট্রাকের ধাক্কায় রহিমা বেগম ঘটনাস্থলে নিহত হন। মারাত্মক আহত হন তার বাবা সৈয়দ জামাল উদ্দিন। তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। 

ট্রাক চাপায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহত বাবা ও মেয়ের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এদিন, সকালে একই মহাসড়কে কাশিয়ানীর ভাটিয়াপাড়া এলাকায় বাসের ধাক্কায় মারাত্মক আহত হন জহিরুল শেখ। তাকে স্থানীয়রা জহিরুল শেখকে উদ্ধার করে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাসের ধাক্কার একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, নিহত জহিরুল শেখ মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফটিকছড়ি উপজেলা বিএনপির গণসংযোগ 
চুয়াডাঙ্গার বিএনপি নেতা মির্জা শিপলুর মৃত্যুতে মহাসচিবের শোক
শহীদ আবরার স্মরণে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মসূচি ঘোষণা
নাহিদ ইসলামের বক্তব্য বিকৃতভাবে প্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট
কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও আর্থিক সহায়তা 
শেরপুর সদরের বলাইরচরে গণসংযোগ বিএনপির
লালমনিরহাটে আকস্মিক বন্যায় ১০ হাজার পরিবার পানিবন্দি
পাকিস্তানকে ৮৮ রানে হারিয়েছে ভারত
ঢাকা মহানগরীতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫হাজার ৫৫৮টি মামলা নিষ্পত্তি
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
১০