নাটোরে লিগ্যাল এইড-এর প্রচারণা সভা

বাসস
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ২০:০৩
ছবি : বাসস

নাটোর, ২৬ জুন, ২০২৫ (বাসস): জেলায় আজ লিগ্যাল এইড কার্যালয়ের মাধ্যমে জনগণের মধ্যে আইনগত সহায়তা প্রদান কার্যক্রমের পরিধি বৃদ্ধির লক্ষ্যে এক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সোহাগ তালুকদার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ ইসমত আরা তুশি।

সভায় জানানো হয়, জেলা লিগ্যাল এইড কার্যালয়ের মাধ্যমে সাধারণ মানুষকে আইনগত পরামর্শ প্রদান, বিকল্প বিরোধ নিষ্পত্তি এবং আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে। গত একবছরে ২৫৩টি বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বিবাদমান পক্ষের মধ্যে আপোষ মীমাংসা করা সম্ভব হয়েছে। বিগত ছয় মাসে ৩৮৭টি আইনগত পরামর্শ প্রদান এবং বিনামূল্যে ২২৮টি মামলার নিষ্পত্তি করে দেওয়া হয়েছে। 

বাৎসরিক একলাখ টাকা পর্যন্ত আয়সীমার অসচ্ছল ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে দেড়লাখ টাকা পর্যন্ত আয়সীমার মুক্তিযোদ্ধাসহ কোন শিশু, মানব পাচারের শিকার ব্যক্তি, শারীরিক ও মানসিক এবং যৌন নির্যাতনের শিকার নারী ও শিশু, ভবঘুরে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কোন ব্যক্তি, পারিবারিক সহিংসতার শিকার বা ঝুঁকিতে থাকা ব্যক্তি, বয়স্ক ভাতা প্রাপ্ত ব্যক্তি, ভিজিডি কার্ডধারী দুস্থ মহিলা, এসিডদগ্ধ নারী বা শিশু, অসচ্ছল বিধবা ও স্বামী পরিত্যক্তা নারী, প্রতিবন্ধী ব্যক্তি, আদর্শ গ্রামে গৃহ বা জমি বরাদ্দ প্রাপ্ত ব্যক্তি এবং বিনা বিচারে আটক ব্যক্তি লিগ্যাল এইড- এর সহায়তার জন্য আবেদন করতে পারেন। 

সভায় নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, সিনিয়র সাংবাদিক নাসিম উদ্দিন, দেবাশীষ সরকার, এডভোকেট মুক্তার হোসেন প্রমুখ উপস্থি ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তান-আফগানিস্তান আলোচনা ফের শুরু হবে: তুরস্ক
কাল থেকে সেন্ট মার্টিনে ভিড়বে পর্যটকবাহী জাহাজ
ধর্ষণ ও নির্যাতনের দায়ে অস্ট্রেলিয়ার সাবেক আইনপ্রণেতাকে ৫ বছরের কারাদণ্ড
গাজায় মৃত ২ জিম্মির পরিচয় শনাক্ত করলো ইসরাইল
মোল্লাহাটে আইনশৃঙ্খলা কমিটির সভা
ক্যারিবীয় অঞ্চলে ঘূর্ণিঝড় মেলিসার আঘাতে নিহত কমপক্ষে ৫০
অ্যান্ড্রুর রাজকীয় উপাধি কেড়ে নেওয়া হচ্ছে, ছাড়তে হচ্ছে উইন্ডসর প্রাসাদ
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮
পঞ্চগড়ে টানা ভারী বৃষ্টি, শীতের আভাস
রাবিতে ই-কার সেবা চালু নভেম্বরে
১০