মৌলভীবাজারে ২৫ জনকে পুশইন করেছে বিএসএফ

বাসস
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ২২:০১ আপডেট: : ১৭ জুলাই ২০২৫, ১৬:১৩

সিলেট, ২৬ জুন, ২০২৫ (বাসস): মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দুটি সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২৫ জনকে পুশইন করেছে। তাদের মধ্যে নারী, পুরুষ ও শিশুসহ ১৯ জনকে শ্রীমঙ্গল এবং ৬ জনকে কমলগঞ্জে আটক করা হয়েছে। 

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, বুধবার রাতের দিকে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাকমারা সীমান্ত দিয়ে ১৯ জন প্রবেশ করেন। তারা স্থানীয় একটি বাড়িতে অবস্থান করছিলেন। এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ৯ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে। 

এদিকে কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত দিয়ে আরও ৬ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছেন ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম জাকারিয়া। 

তিনি জানান, আটককৃতদের স্থানীয় বিওপিতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিস্তারিত পরিচয় পরে জানানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরের কামারের চরে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
গাজামুখী তিউনিসিয়ার ত্রাণ নৌবহরের যাত্রা স্থগিত
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও হতে পারে মাঝারি-ভারী বর্ষণ
পাবনায় দুইপক্ষের সংঘর্ষে প্রাণ গেল যুবকের
বরিশালে বিএনপি নেতা আফসার হোসেন আলমের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া-মাহফিল
রাজশাহীতে ধর্ষণ মামলার তিন আসামি গ্রেপ্তার
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাগেরহাটে সাহিত্য সভা
চট্টগ্রামে জলদস্যুর আস্তানায় মিলল শটগান ও কার্তুজ
যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশন বিক্ষোভে ৪শ’ জনের বেশি গ্রেফতার 
বদরুদ্দীন উমর আর নেই
১০