মৌলভীবাজারে ২৫ জনকে পুশইন করেছে বিএসএফ

বাসস
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ২২:০১ আপডেট: : ১৭ জুলাই ২০২৫, ১৬:১৩

সিলেট, ২৬ জুন, ২০২৫ (বাসস): মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দুটি সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২৫ জনকে পুশইন করেছে। তাদের মধ্যে নারী, পুরুষ ও শিশুসহ ১৯ জনকে শ্রীমঙ্গল এবং ৬ জনকে কমলগঞ্জে আটক করা হয়েছে। 

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, বুধবার রাতের দিকে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাকমারা সীমান্ত দিয়ে ১৯ জন প্রবেশ করেন। তারা স্থানীয় একটি বাড়িতে অবস্থান করছিলেন। এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ৯ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে। 

এদিকে কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত দিয়ে আরও ৬ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছেন ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম জাকারিয়া। 

তিনি জানান, আটককৃতদের স্থানীয় বিওপিতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিস্তারিত পরিচয় পরে জানানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তান-আফগানিস্তান আলোচনা ফের শুরু হবে: তুরস্ক
কাল থেকে সেন্ট মার্টিনে ভিড়বে পর্যটকবাহী জাহাজ
ধর্ষণ ও নির্যাতনের দায়ে অস্ট্রেলিয়ার সাবেক আইনপ্রণেতাকে ৫ বছরের কারাদণ্ড
গাজায় মৃত ২ জিম্মির পরিচয় শনাক্ত করলো ইসরাইল
মোল্লাহাটে আইনশৃঙ্খলা কমিটির সভা
ক্যারিবীয় অঞ্চলে ঘূর্ণিঝড় মেলিসার আঘাতে নিহত কমপক্ষে ৫০
অ্যান্ড্রুর রাজকীয় উপাধি কেড়ে নেওয়া হচ্ছে, ছাড়তে হচ্ছে উইন্ডসর প্রাসাদ
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮
পঞ্চগড়ে টানা ভারী বৃষ্টি, শীতের আভাস
রাবিতে ই-কার সেবা চালু নভেম্বরে
১০