ঢাবি উপাচার্যের সঙ্গে মালয়েশিয়ার দুই অধ্যাপকদের সৌজন্য সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ২২:৪৯
ছবি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে

ঢাকা, ২৬ জুন, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির এমিরিটাস অধ্যাপক ড. রোসনানি হাশিম এবং সহকারী অধ্যাপক ড. নাজাতুল আকমার বিনতে মোখতার। আজ বৃহস্পতিবার উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।  

এসময় বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইসলামিক থট’র (বিআইআইটি) মহাপরিচালক অধ্যাপক ড. এম আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শিক্ষা ও গবেষণা কার্যক্রমের উৎকর্ষ সাধনে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। মালয়েশিয়ার অধ্যাপকগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে উচ্চশিক্ষা ক্ষেত্রে পাঠক্রম আধুনিকায়নেও তারা একযোগে কাজ করতে চান।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে এমিরিটাস অধ্যাপক ড. রোসনানি হাশিম ‘দ্য নেসেসিটি অব অ্যাপ্লিকেশন অব দ্য উইজডম পেডাগজি ইন আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ ফর দ্য টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি’ শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে সহকারী অধ্যাপক ড. নাজাতুল আকমার বিনতে মোখতার ‘টিচিং মেথডোলজি ইন অ্যারাবিক অ্যান্ড ইসলামিক স্টাডিজ’ শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরের কামারের চরে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
গাজামুখী তিউনিসিয়ার ত্রাণ নৌবহরের যাত্রা স্থগিত
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও হতে পারে মাঝারি-ভারী বর্ষণ
পাবনায় দুইপক্ষের সংঘর্ষে প্রাণ গেল যুবকের
বরিশালে বিএনপি নেতা আফসার হোসেন আলমের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া-মাহফিল
রাজশাহীতে ধর্ষণ মামলার তিন আসামি গ্রেপ্তার
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাগেরহাটে সাহিত্য সভা
চট্টগ্রামে জলদস্যুর আস্তানায় মিলল শটগান ও কার্তুজ
যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশন বিক্ষোভে ৪শ’ জনের বেশি গ্রেফতার 
বদরুদ্দীন উমর আর নেই
১০