নাটোরের উত্তরা গণভবনে বরষার বাহারী ঝুমকো লতা ফুল ফুটেছে

বাসস
প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১৪:১৭ আপডেট: : ২৭ জুন ২০২৫, ১৬:১২
ছবি : বাসস

ফারাজী আহম্মদ রফিক বাবন

নাটোর, ২৭ জুন, ২০২৫ (বাসস) : জেলায় উত্তরা গণভবনে বরষার বাহারী দুষ্প্রাপ্য ঝুমকো লতা  ফুল ফুটেছে। ইটালীয়ান গার্ডেন এখন শতবর্ষী ঝুমকো লতা ফুলে প্রাণ পাগল করা গন্ধে সুরভিত। ইটালিয়ান গার্ডেনে ফোঁটা এই ফুল-শঙ্খ পদ্ম গদা চক্র নামেও পরিচিত। এই ফুলের রুপ আর গন্ধ অনুভূতিতে আলোড়ন তোলে দারুনভাবে। তাই একে বলে প্যাশন ফ্লাওয়ার।

অপরুপ স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন নাটোরের উত্তরা গণভবন। সারা বছর ধরে পাখির কুজন আর দুষ্প্রাপ্য অসংখ্য বৃক্ষরাজি গণভবনের সৌন্দর্যকে নিয়ে গেছে সুউচ্চ চূড়ায়। ঋতুভেদে অসংখ্য ফুল ফোটে আর পাখি গান গায়। বর্ষার শুরুতেই ফুটেছে ঝুমকো লতা, দীর্ঘজীবী এই ফুল শরৎ পেরিয়ে সুরভী ছড়িয়ে যাবে। 

ঝুমকো লতার অপরুপ সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে কবি ফররুখ আহমদ লিখেছিলেন :

‘ঝুমকো লতা কানের দুল 
উঠলো ফুটে বনের ফুল 
সবুজ পাতার ঘোমটা খুলে 
ঝুমকো লতা হাওয়ায় দোলে’

গণভবনে প্রায় শতবর্ষী ঝুমকো লতার গাছটি শুধু ফুলেই অনন্য নয়, পাতাগুলোর ভিন্নতাও চোখে পড়ার মত। এর পাতা অনেকটা যেন করতল! করতলে যেন তিনটি আঙুলের সমাহার! তিনভাগে বিভক্ত পাতার চারপাশে খাঁজকাটা। আর ফুল ? মনেহয় গাঢ় বেগুনী আর সাদার বর্ণচ্ছটায় শতাধিক পাপড়ি। ফুলের কেন্দ্র জুড়ে হলুদ আভার পাঁচটি পরাগরেণু। পরাগরেণুর উপরে কলসির মত ডিম্বাশয়। ডিম্বাশয় থেকে নির্গত গর্ভদন্ডটি তিনটি হলুদ-বেগুনী রঙের গর্ভমুণ্ডে বিভক্ত। প্রায় ছয় সেন্টিমিটার ব্যাসার্ধের এই ফুলের মিষ্টি গন্ধ প্রাণ পাগল করা।

সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই ফুল পূজনীয়-যা শঙ্খ চক্র গদা পদ্ম নামে পরিচিত। এই ফুল যেন ভগবান বিষ্ণু’র হাতে থাকা শঙ্খ চক্র গদা পদ্ম’র প্রতীক। শঙ্খ হচ্ছে পানির মত নমনীয়তার প্রতীক, চক্র হচ্ছে সমুদ্র তরঙ্গের প্রতীক, গদা অশুভ দমনে শক্তির প্রশস্ততার প্রতীক আর পদ্ম হচ্ছে সৃজনশীলতার প্রতীক। এই নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচনা করেছেন নজরুল সংগীত :

‘জাগো জাগো শঙ্খ-চক্র-গদা-পদ্ম-ধারী
জাগো শ্রীকৃষ্ণ-তিথির তিমির অপসারি’

হোমিও ও আয়ুর্ব্বেদ শাস্ত্রে বলা হয়েছে, ঝুমকো লতার পাতা এবং কাণ্ডের আবরণ শরীরের স্নায়ুতন্ত্রের উপরে ইতিবাচক প্রভাব ফেলে, সেরোটোনিন এবং ডোপামিনের নিঃস্বরণ বৃদ্ধি করে প্রশান্তি এনে দেয়, ঘুম বৃদ্ধি করে। এটি ব্যথা নিরাময় করে, শ্বাসকষ্ট আর এলার্জি দূর করে। কৃমিনাশকও বটে।

আমাজন বনের গাছ ঝুমকো লতা কালের পরিক্রমায় এখন উত্তরা গণভবনে। ঝুমকো লতা ফুলের সাথে বৃষ্টির যেন মিতালী। তাই বর্ষায় হয়ে ওঠে আরো একটু বেশী স্নিগ্ধ। ঝুমকো লতার এই স্নিগ্ধতা এখন উত্তরা গণভবনের বাড়তি আকর্ষণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তান-আফগানিস্তান আলোচনা ফের শুরু হবে: তুরস্ক
কাল থেকে সেন্ট মার্টিনে ভিড়বে পর্যটকবাহী জাহাজ
ধর্ষণ ও নির্যাতনের দায়ে অস্ট্রেলিয়ার সাবেক আইনপ্রণেতাকে ৫ বছরের কারাদণ্ড
গাজায় মৃত ২ জিম্মির পরিচয় শনাক্ত করলো ইসরাইল
মোল্লাহাটে আইনশৃঙ্খলা কমিটির সভা
ক্যারিবীয় অঞ্চলে ঘূর্ণিঝড় মেলিসার আঘাতে নিহত কমপক্ষে ৫০
অ্যান্ড্রুর রাজকীয় উপাধি কেড়ে নেওয়া হচ্ছে, ছাড়তে হচ্ছে উইন্ডসর প্রাসাদ
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮
পঞ্চগড়ে টানা ভারী বৃষ্টি, শীতের আভাস
রাবিতে ই-কার সেবা চালু নভেম্বরে
১০