নওগাঁয় রথযাত্রা উৎসব শুরু

বাসস
প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১৭:৩৯
ছবি : বাসস

নওগাঁ, ২৭ জুন ২০২৫ (বাসস): জেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টায় নওগাঁর ঐতিহ্যবাহী কালিতলা শ্রীশ্রী বুড়া কালিমাতার পূজা মণ্ডপ প্রাঙ্গণে  এ রথযাত্রা উৎসব শুরু হয়। 

উৎসব উপলক্ষে সকাল থেকেই হাজার হাজার ভক্তের আগমনে রথ বাড়ি মুখরিত হয়ে ওঠে। মন্দির প্রাঙ্গণে ধর্মীয় পাক পরিক্রমাসহ বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার অনুষ্ঠান মালা। ভক্তের উলুধ্বনি আর শঙ্খ-কাশরের শব্দে পুরো এলাকা যেন উৎসবে মেতে ওঠে। ঢাক-ঢোল বাদ্য, শঙ্খ ও উলুধ্বনি দিয়ে জগন্নাথ বলরাম-সুভদ্রাকে রথারোহন করানো হয়।

সকাল ১০টায় প্রথম টান ও বিকাল ৩টায় রথের দ্বিতীয় টান দেয়া হয়। আগামী ৫ জুলাই উল্টো রথ টানের মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে।

রথযাত্রার শুভ সূচনা করেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্ট নওগাঁ জেলা শাখার আহ্বায়ক প্রদীপ কুমার কুন্ডু, সদস্য-সচিব সঞ্জয় কুমার দাস, রথ উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অরণ কুমার সাহা নেপাল, কালিতলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক অখিল চন্দ্র ঘোষ, যুগ্ম সম্পাদক নেপাল কুমার সাহা, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক সুবীর দাস, কালীতলা মন্দিরের কার্যনিবাহী সদস্য পুলক কুমার রায়, নওগাঁ আখড়াবাড়ী মন্দিরের দপ্তর সম্পাদক সুবল চন্দ্র মন্ডল প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০