শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি থেকে ভিসি ও  প্রো-ভিসিদের পরিবর্তন

বাসস
প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১৭:৫৫

ঢাকা, ২৭ জুন, ২০২৫ (বাসস): জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির পদ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারদের পরিবর্তন করা হয়েছে। সেই পদগুলোতে অন্যান্য পেশার ব্যক্তিদের দায়িত্ব দেয়া হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক জারিকৃত ১২ মে-এর চিঠির নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে যে সব কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিদ্যমান অ্যাডহক কমিটি বা গভর্নিং বডিতে সভাপতি বা বিদ্যোৎসাহী সদস্য হিসেবে পাবলিক বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারেরা দায়িত্ব পালন করছেন তাদেরকে পরিবর্তন করে তার স্থলে ওই কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি বা বিদ্যোৎসাহী সদস্য পদে বিভিন্ন ব্যক্তিকে মনোনয়ন দেয়া হয়েছে।

উক্ত কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃক ইমেইলে পাঠানো চিঠিতে মনোনীত ব্যক্তিদের স্ব-স্ব পদে দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অধ্যক্ষকে নির্দেশ দেয়া হয়।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত বেসরকারি কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অ্যাডহক কমিটি-গভর্নিং বডিতে সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য পদে পাবলিক বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারদের নামের প্রস্তাব না করার জন্য সংশ্লিষ্ট কলেজ-শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকে অনুরোধ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তান-আফগানিস্তান আলোচনা ফের শুরু হবে: তুরস্ক
কাল থেকে সেন্ট মার্টিনে ভিড়বে পর্যটকবাহী জাহাজ
ধর্ষণ ও নির্যাতনের দায়ে অস্ট্রেলিয়ার সাবেক আইনপ্রণেতাকে ৫ বছরের কারাদণ্ড
গাজায় মৃত ২ জিম্মির পরিচয় শনাক্ত করলো ইসরাইল
মোল্লাহাটে আইনশৃঙ্খলা কমিটির সভা
ক্যারিবীয় অঞ্চলে ঘূর্ণিঝড় মেলিসার আঘাতে নিহত কমপক্ষে ৫০
অ্যান্ড্রুর রাজকীয় উপাধি কেড়ে নেওয়া হচ্ছে, ছাড়তে হচ্ছে উইন্ডসর প্রাসাদ
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮
পঞ্চগড়ে টানা ভারী বৃষ্টি, শীতের আভাস
রাবিতে ই-কার সেবা চালু নভেম্বরে
১০