চট্টগ্রামে মমতা ক্লিনিকের ওটিতে বিস্ফোরণ, ধোঁয়ায় আতঙ্ক

বাসস
প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১৯:১৫
ছবি : বাসস

চট্টগ্রাম, ২৭ জুন, ২০২৫ (বাসস): চট্টগ্রামের লালখান বাজারে এনজিও সংস্থা মমতা পরিচালিত ‘মমতা মাতৃসদন’ নামের একটি ক্লিনিকের অপারেশন থিয়েটারে রাখা অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে চারদিকে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (২৭ জুন) দুপুর ৩টা ১০ মিনিটের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এসময় ক্লিনিকজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও স্বজনদের মধ্যে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বিকেল ৩টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে রয়েছে। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের সদস্যরা বিষয়টি তদন্ত করছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, অপারেশন থিয়েটারে রাখা একটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হলে হঠাৎ করেই ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। এতে আতঙ্কে রোগী ও স্বজনরা বাইরে ছুটে আসেন।

এ বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, ধোঁয়া ছড়িয়ে পড়ার পরেই রোগীদের অন্য ইউনিটে সরিয়ে নেওয়া হয় এবং কেউ গুরুতর আহত হননি। এটি একটি দুর্ঘটনা ছিল বলে দাবি করে কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানকে ৮৮ রানে হারিয়েছে ভারত
ঢাকা মহানগরীতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫হাজার ৫৫৮টি মামলা নিষ্পত্তি
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
পটুয়াখালীর বাউফলে মা ইলিশ রক্ষায় দিনভর অভিযান
কঠিন চীবর দানোৎসব উপলক্ষে ধর্ম উপদেষ্টার শুভেচ্ছা 
পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান
তিস্তা নদীতে রেড অ্যালার্ট : বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে পানি
শেখ হাসিনাকে ফেরত দেয়া ছাড়া ভারত প্রত্যাশিত আচরণ পাবে না : সারজিস আলম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত ঘোষণা
বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
১০