চট্টগ্রামে মমতা ক্লিনিকের ওটিতে বিস্ফোরণ, ধোঁয়ায় আতঙ্ক

বাসস
প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১৯:১৫
ছবি : বাসস

চট্টগ্রাম, ২৭ জুন, ২০২৫ (বাসস): চট্টগ্রামের লালখান বাজারে এনজিও সংস্থা মমতা পরিচালিত ‘মমতা মাতৃসদন’ নামের একটি ক্লিনিকের অপারেশন থিয়েটারে রাখা অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে চারদিকে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (২৭ জুন) দুপুর ৩টা ১০ মিনিটের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এসময় ক্লিনিকজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও স্বজনদের মধ্যে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বিকেল ৩টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে রয়েছে। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের সদস্যরা বিষয়টি তদন্ত করছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, অপারেশন থিয়েটারে রাখা একটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হলে হঠাৎ করেই ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। এতে আতঙ্কে রোগী ও স্বজনরা বাইরে ছুটে আসেন।

এ বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, ধোঁয়া ছড়িয়ে পড়ার পরেই রোগীদের অন্য ইউনিটে সরিয়ে নেওয়া হয় এবং কেউ গুরুতর আহত হননি। এটি একটি দুর্ঘটনা ছিল বলে দাবি করে কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বরিশালে বিএনপি নেতা আফসার হোসেন আলমের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া-মাহফিল
রাজশাহীতে ধর্ষণ মামলার তিন আসামি গ্রেপ্তার
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাগেরহাটে সাহিত্য সভা
চট্টগ্রামে জলদস্যুর আস্তানায় মিলল শটগান ও কার্তুজ
যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশন বিক্ষোভে ৪শ’ জনের বেশি গ্রেফতার 
বদরুদ্দীন উমর আর নেই
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত
ইউক্রেন জুড়ে রাশিয়ার বিমান হামলায় নিহত অন্তত ২ 
ঈদে মিলাদুন্নবীতে বাগেরহাটে বন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন
মানিকগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
১০