পাবনায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু 

বাসস
প্রকাশ: ২৭ জুন ২০২৫, ২০:৫৮
প্রতীকী ছবি

পাবনা, ২৭ জুন, ২০২৫ (বাসস) : জেলার ফরিদপুর উপজেলায় আজ বড়াল নদের পানিতে ডুবে তন্নী (১১) ও জুবায়ের (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে ফরিদপুর পৌর শহরের থানা পাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

মৃত শিশু তন্নী ফরিদপুর পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক ও সাবেক কাউন্সিলর আবু সামার মেয়ে এবং শিশু জুবায়ের ব্যবসায়ী আলমগীর হোসেনের পুত্র। দুইশিশু সম্পর্কে চাচাতো ভাই-বোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর দেড়টার দিকে বাড়ির সামনের বড়াল নদীর ঘাটে বসে ছিল শিশু তন্নী ও তার চাচাতো ভাই শিশু জুবায়ের। হঠাৎ করে জুবায়ের নদীর পানিতে পড়ে যায়। এ সময় চাচাতো ভাই জুবায়েরের হাত ধরতে গিয়ে তন্নিও পানিতে তলিয়ে যায়। আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে পরিবারের নিকট খবর দিয়ে তাদরকে খোঁজাখুঁজি শুরু করেন। কিছু সময় পরে নদী থেকে দুই শিশুকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃত দুই শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তান-আফগানিস্তান আলোচনা ফের শুরু হবে: তুরস্ক
কাল থেকে সেন্ট মার্টিনে ভিড়বে পর্যটকবাহী জাহাজ
ধর্ষণ ও নির্যাতনের দায়ে অস্ট্রেলিয়ার সাবেক আইনপ্রণেতাকে ৫ বছরের কারাদণ্ড
গাজায় মৃত ২ জিম্মির পরিচয় শনাক্ত করলো ইসরাইল
মোল্লাহাটে আইনশৃঙ্খলা কমিটির সভা
ক্যারিবীয় অঞ্চলে ঘূর্ণিঝড় মেলিসার আঘাতে নিহত কমপক্ষে ৫০
অ্যান্ড্রুর রাজকীয় উপাধি কেড়ে নেওয়া হচ্ছে, ছাড়তে হচ্ছে উইন্ডসর প্রাসাদ
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮
পঞ্চগড়ে টানা ভারী বৃষ্টি, শীতের আভাস
রাবিতে ই-কার সেবা চালু নভেম্বরে
১০