পাবনায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু 

বাসস
প্রকাশ: ২৭ জুন ২০২৫, ২০:৫৮
প্রতীকী ছবি

পাবনা, ২৭ জুন, ২০২৫ (বাসস) : জেলার ফরিদপুর উপজেলায় আজ বড়াল নদের পানিতে ডুবে তন্নী (১১) ও জুবায়ের (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে ফরিদপুর পৌর শহরের থানা পাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

মৃত শিশু তন্নী ফরিদপুর পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক ও সাবেক কাউন্সিলর আবু সামার মেয়ে এবং শিশু জুবায়ের ব্যবসায়ী আলমগীর হোসেনের পুত্র। দুইশিশু সম্পর্কে চাচাতো ভাই-বোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর দেড়টার দিকে বাড়ির সামনের বড়াল নদীর ঘাটে বসে ছিল শিশু তন্নী ও তার চাচাতো ভাই শিশু জুবায়ের। হঠাৎ করে জুবায়ের নদীর পানিতে পড়ে যায়। এ সময় চাচাতো ভাই জুবায়েরের হাত ধরতে গিয়ে তন্নিও পানিতে তলিয়ে যায়। আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে পরিবারের নিকট খবর দিয়ে তাদরকে খোঁজাখুঁজি শুরু করেন। কিছু সময় পরে নদী থেকে দুই শিশুকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃত দুই শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু
রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলন
সবচেয়ে বেশী ম্যাচ খেলা শিল্টনের রেকর্ড স্পর্শ করলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও
৮০ কোটি টাকা আত্মসাৎ, এস আলমসহ ২০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বার্সেলোনার সাথে পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করলেন কুন্ডে
সাক্ষীর জবানবন্দি : আমি আইসিইউতে ঢুকে রোগীদের মুখ দেখে ছেলেকে খুঁজেছি
এক বছরে বিচারবিভাগে অনেক অর্জন হয়েছে : প্রধান বিচারপতি 
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরিয়ান সাংস্কৃতিক দিবস উদযাপিত
রাশিয়ার সঙ্গে ‘বড় অগ্রগতি’ অর্জনের কথা জানালেন ট্রাম্প
১০