কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ২০:১৩ আপডেট: : ৩০ জুন ২০২৫, ২০:১৮

কুমিল্লা, ৩০ জুন, ২০২৫ (বাসস): কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। এরমধ্যে ইউজিসি থেকে বরাদ্দ পাওয়া যাবে ৬৯ কোটি টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ধরা হয়েছে ৭ কোটি ১০ লাখ টাকা।

সোমবার ৩০ জুন প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে সিন্ডিকেটের ১০৪তম সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এই বাজেট উপস্থাপন করেন। একই সঙ্গে ২০২৪-২০২৫ অর্থ বছরের সরকারি বরাদ্দের ভিত্তিতে ৭৫ কোটি ৬৯ লক্ষ ৪৮ হাজার টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত বাজেট চাহিদা ৯২ কোটি ৭০ লক্ষ ৪২ হাজার টাকা হলেও প্রায় ১৬ কোটি ৬০ লক্ষ টাকার বাজেট ঘাটতি নিয়েই পাশ হয়েছে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট।

পাশকৃত বাজেটে গবেষণায় বরাদ্দ রাখা হয়েছে দুই কোটি ৯৩ লক্ষ টাকা যা মোট বাজেটের ৩ দশমিক ৮৫ শতাংশ। এই খাতে ২০২৪-২০২৫ অর্থ বছরে বরাদ্দ ছিল দুই কোটি ৬১ লক্ষ টাকা। এছাড়া মোট বাজেটের ৬২ দশমিক ৭৫ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে বেতন-ভাতা ও পেনশন বাবদ। পণ্য ও সেবা বাবদ সহায়তায় বরাদ্দ রাখা হয়েছে ২৬ দশমিক ৪৯ শতাংশ, গবেষণা অনুদান খাতে ৩ দশমিক ৮৫ শতাংশ এবং ৬ দশমিক ৯১ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে মূলধন খাতে।

বাজেট নিয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘২০০৭-২০০৮ অর্থ বছরে বাজেট ছিল এক কোটি ১০ লক্ষ টাকা। সেখান থেকে আজকের বাজেট বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ৭৬ কোটি ১০ লক্ষ টাকা। আশার কথা হলো গত বছরের তুলনায় নিজস্ব অর্থায়ন হ্রাস করে সরকারি অনুদান বৃদ্ধি করা হয়েছে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক চাহিদা অনুযায়ী সর্বমোট বাজেট বৃদ্ধি পাবে।’

তিনি আরো বলেন, ‘ইউজিসির বরাদ্দ চাহিদার তুলনায় অপর্যাপ্ত। তবে সংশোধিত বাজেটে ইউজিসির সাথে আলোচনা করে বাজেট আরো বৃদ্ধি করা হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে বাজেট ব্যয় করা হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাভারে ফাইলেরিয়া হাসপাতাল নির্মাণের টাকা আত্মসাৎ : ১০ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
নওগাঁয় নিষিদ্ধ জাল জব্দ, জরিমানা
বরগুনায় গ্রাম পুলিশ সদস্যদের প্রশিক্ষণ সমাপ্ত
মুক্তিযুদ্ধ বিরোধীরাই একাত্তরকে ছোট করতে চায় : টুকু
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্ট্রোক ও পুনর্বাসন কেন্দ্র উদ্বোধন
রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব শুরু
আমাদের আরও প্রযুক্তিনির্ভর হতে হবে : এ এস এম সালেহ আহমেদ
কারিগরি বৃত্তি ফরম পূরণের সময় ফের বাড়লো
রাজশাহী বিভাগীয় বইমেলা শুরু আগামীকাল
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের আয়কর নথি জব্দের আদেশ
১০