দেশের সকল বিভাগেই বৃষ্টির সম্ভাবনা

বাসস
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১৩:২৩ আপডেট: : ০১ জুলাই ২০২৫, ১৩:২৫
প্রতীকী ছবি

ঢাকা, জুলাই, ২০২৫ (বাসস) : খুলনা, বরিশাল, চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে কথা বলা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, সারা দেশে দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে,  গাঙ্গেয় পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে এবং মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং এটি উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

গতকাল (সোমবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৩৫ দশমিক ডিগ্রি সেলসিয়াস এবং আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ২৪ দশমিক ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, আজ ভোর ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমারখালী ৪৬ মিলিমিটার বা মিমি।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। 

ঢাকায় বাতাসের গতি দক্ষিণ-পূর্ব অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১৫ মিনিটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাভারে ফাইলেরিয়া হাসপাতাল নির্মাণের টাকা আত্মসাৎ : ১০ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
নওগাঁয় নিষিদ্ধ জাল জব্দ, জরিমানা
বরগুনায় গ্রাম পুলিশ সদস্যদের প্রশিক্ষণ সমাপ্ত
মুক্তিযুদ্ধ বিরোধীরাই একাত্তরকে ছোট করতে চায় : টুকু
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্ট্রোক ও পুনর্বাসন কেন্দ্র উদ্বোধন
রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব শুরু
আমাদের আরও প্রযুক্তিনির্ভর হতে হবে : এ এস এম সালেহ আহমেদ
কারিগরি বৃত্তি ফরম পূরণের সময় ফের বাড়লো
রাজশাহী বিভাগীয় বইমেলা শুরু আগামীকাল
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের আয়কর নথি জব্দের আদেশ
১০