নতুন রাষ্ট্র গঠনের জন্যই আমাদের জুলাই পদযাত্রা : নাহিদ ইসলাম

বাসস
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১৩:৫২ আপডেট: : ০১ জুলাই ২০২৫, ১৪:০৪
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি

ঢাকা, ১ জুলাই, ২০২৫ (বাসস): জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি নতুন রাষ্ট্র গঠনের জন্য আমাদের এই জুলাই পদযাত্রা। এর মধ্য দিয়ে আবু সাঈদরা যে কারণে মারা গিয়েছিল, সে স্বপ্ন ও আকাঙ্ক্ষা সারা বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরবো।

মঙ্গলবার (১ জুলাই) শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি এমন মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, আবু সাঈদ পুলিশের গুলির সামনে যেভাবে বুক পেতে দাঁড়িয়েছিল, সেটাই জুলাই অভ্যুত্থানে আমাদের অনুপ্রেরণা ছিল। যুগ যুগ ধরে দেশের মানুষ, আবু সাঈদ, ওয়াসিম মুগ্ধসহ সকল শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি আরো বলেন, ঠিক এক বছর আগে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি গণতান্ত্রিক আন্দোলন শুরু করেছিলাম। সেই আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটায়। ১৬ জুলাই শহীদ মিনার থেকে আমরা আবু সাঈদের মৃত্যুর কথা শুনতে পেয়েছিলাম। তখন পুরো বাংলাদেশ শোকে, দ্রোহে কেঁপে উঠেছিল।

এনসিপির আহ্বায়ক বলেন, আমাদের আন্দোলন কেবল সরকার পতনের আন্দোলন ছিল না। একটি দল পরিবর্তন কিংবা ক্ষমতা হস্তান্তরের জন্য এই গণঅভ্যুত্থান ঘটেনি।

এটি ছিল নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন। আমরা বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাব। বাংলার ছাত্র, জনতা, তরুণ ও শ্রমিকদের আবারো রাজপথে নেমে আসার আহ্বান জানাবো। জুলাই সনদ আমরা আদায় করে ছাড়বো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহেশখালী-মাতারবাড়ীতে নতুন শহরের জন্ম হবে : প্রধান উপদেষ্টা
দেশে আর আগের মতো অনিয়মের নির্বাচন হবে না : ইসি সানাউল্লাহ
আরপিও সংশোধনী চূড়ান্ত: ফেরারি আসামি নির্বাচনে অযোগ্য, ‘না ভোট’ বাধ্যতামূলক
ভোলা উপকূলে মৎস্য খামার আধুনিকায়নে নতুন প্রকল্প, উৎপাদন বাড়বে ৩০ শতাংশ
সোশ্যাল মিডিয়া ও এআই ব্যবহারে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের সুযোগ নেই
ম্যানচেস্টার সিটি থেকে গুনডোগানকে দলে নিল গ্যালাতাসারে
মহেশখালী-মাতারবাড়ীকে সিঙ্গাপুরের মতো টাউনশিপে গড়ে তোলার পরিকল্পনা নেয়া হচ্ছে : মিডা প্রধান
দেশে ভয়ের রাজত্ব শেষ, পরিবর্তন এখন সময়ের দাবি : আসাদুজ্জামান রিপন
কারিগরি শিক্ষা বোর্ডে জুলাই গণঅভ্যুত্থানের তথ্য আহ্বান
ঢাকা-ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে ফলপ্রসূ বৈঠক
১০