ঢাকা, ১ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নার্সিং কলেজে হিজাব ও নিকাব পরিহিত নারী শিক্ষার্থীদের পরিচয় যাচাইয়ের জন্য আলাদা কক্ষে নারী শিক্ষক দ্বারা ব্যবস্থা গ্রহণের নির্দেশনা জারি করা হয়েছে।
আজ মঙ্গলবার চট্টগ্রাম নার্সিং কলেজের অধ্যক্ষ মোসাম্মৎ সেলিনা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘চট্টগ্রাম নার্সিং কলেজের বহু নারী শিক্ষার্থী ধর্মীয় অনুশাসন মেনে, হিজাব-নিকাব পরিধান করে, ক্লাস ও বিভিন্ন বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করে, এমতাবস্থায় তাদের পরিচয় শনাক্তের প্রয়োজনীয়তা দেখা দিলে নারী শিক্ষক দ্বারা আলাদা কক্ষে পরিচয় শনাক্তের নির্দেশ দেওয়া হলো। একইসঙ্গে কারো ধর্মীয় বিশ্বাসে আঘাত লাগে এমন সব কার্যক্রম ও কথাবার্তা থেকে সকলকে বিরত থাকার অনুরোধ রইল।’