ঢাবির কার্জন হলে ডে-কেয়ার, নামাজরুম সংস্কারসহ ৯ দফা দাবি ছাত্রীসংস্থার

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০০:৩৭

ঢাকা, ১ জুন ২০২৫ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জীববিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত কার্জন হলে দীর্ঘদিন ধরে চলমান বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলার দাবিতে অনুষদের ডীনের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। আজ মঙ্গলবার স্মারকলিপিতে তারা নয় দফা দাবি জানান। 

তাদের দাবির মধ্যে রয়েছে- ঢাবির কার্জন হলে মেয়েদের নামাজরুম সংস্কার, ক্যান্টিন সংখ্যা বৃদ্ধি, স্বাস্থ্যসম্মত খাদ্য পরিবেশন ও নারী শিক্ষার্থীদের জন্য পৃথক বসার ব্যবস্থা, সাশ্রয়ী মূল্যে মানসম্মত খাবার নিশ্চিতকরণ, লাইসেন্সধারী স্থায়ী ফার্মেসি চালু, মেয়েদের কমনরুম ও নামাজরুমে ওযুখানার ব্যবস্থা, মা শিক্ষার্থীদের জন্য ডে-কেয়ার সেন্টার স্থাপন, গবেষণার জন্য আধুনিক ল্যাব স্থাপন ও গবেষণা তহবিল সহজলভ্য করা।

এ বিষয়ে ঢাবি শাখা ইসলামী ছাত্রীসংস্থার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না বলেন, আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে কার্জন হলের এই সমস্যা গুলো দেখে আসছি। দীর্ঘ পাঁচ বছরেও একটি সমস্যা সমাধান হতে দেখিনি। অথচ প্রত্যেক শিক্ষার্থী এই সমস্যাগুলোর কারণে ভুক্তভোগী। আমাদের মনে হয়েছে শিক্ষার্থীদের সমস্যাগুলো নিয়ে কথা বলা দরকার, সমস্যা সমাধানের জন্য প্রশাসনের দৃষ্টিআকর্ষণ প্রয়োজন, সেজন্যই আমরা ডীন বরাবর সমস্যা সমাধানের লক্ষ্যে স্মারকলিপি দিয়েছি।

ঢাবি শাখা ইসলামী ছাত্রীসংস্থার সেক্রেটারি আফসানা আক্তার বলেন, আন্তরিকতার সাথে ডীন সমস্যাগুলো শুনেছেন এবং যথাসাধ্য সমাধানের আশ্বাস দিয়েছেন। আমরা আশাবাদী সমস্যাগুলোর দ্রুত সমাধান হবে এবং শিক্ষার্থীরা সুষ্ঠু পরিবেশে জ্ঞানচর্চা করতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সিলেটে বিদেশি রিভলভার ও বিস্ফোরক উদ্ধার
ঠাকুরগাঁও পৌর এলাকায় সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ শুরু 
মিরসরাইয়ে যাত্রীবেশে ১৯শ' পিস ইয়াবা পাচারকালে দুইযাত্রী গ্রেফতার
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৬ নেতাকর্মী গ্রেফতার
ঝটিকা মিছিলের চেষ্টা, হাটহাজারীতে নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী গ্রেফতার
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান : অধ্যাপক মুজিবুর রহমান
শুল্ক ও বিরল খনিজ নিয়ে উত্তেজনা প্রশমনে একমত ট্রাম্প ও সি
বাংলাদেশ ও চীনের উন্নয়ন দৃষ্টিভঙ্গি অভিন্ন, ঢাকা-গুয়াংজু সহযোগিতার নতুন দিগন্তে 
১০