আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৫:২৩

ঢাকা, ২ জুলাই, ২০২৫ (বাসস): জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় সাভারের আশুলিয়ায় ছয় তরুণকে হত্যা এবং লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বুধবার প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম।

একইসঙ্গে আরেকটি মামলায় আগে থেকেই গ্রেফতার ৮ জন আসামিকে এই মামলায় ‘প্রডাকশন ওয়ারেন্ট’ মূলে গ্রেফতার দেখিয়ে আগামী ১৩ জুলাই ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া পলাতক ৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত। এর মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও সাবেক ডিআইজি নূরুল ইসলাম। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৩ জুলাই।

এর আগে সকালে চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়। পরে তা ট্রাইব্যুনালে উপস্থাপন করে শুনানি করা হয়।

এর আগে প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানান, এই মামলায় ইতোমধ্যে ৭ জন আসামি কারাগারে আটক রয়েছেন।

আশুলিয়ায় ৫ আগস্ট রাতে সংঘটিত ওই নৃশংস ঘটনায় ছয় তরুণকে গুলি করে হত্যা করে পুলিশ ভ্যানে লাশ রেখে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, সেসময় এক তরুণকে জীবিত অবস্থাতেই শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয় বলে গুরুতর অভিযোগ মামলায় অন্তর্ভুক্ত হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীর বাউফলে মা ইলিশ রক্ষায় দিনভর অভিযান
কঠিন চীবর দানোৎসব উপলক্ষে ধর্ম উপদেষ্টার শুভেচ্ছা 
পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান
তিস্তা নদীতে রেড অ্যালার্ট : বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে পানি
শেখ হাসিনাকে ফেরত দেয়া ছাড়া ভারত প্রত্যাশিত আচরণ পাবে না : সারজিস আলম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত ঘোষণা
বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
মাদ্রাসা থেকে পালাতে গিয়ে শিশু আটকা, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার
গাজায় জিম্মিদের মুক্তির জন্য ইসরাইলকে বোমাবর্ষণ বন্ধ করতে হবে : রুবিও
মিশরে গাজা আলোচনা শুরু হবে সোমবার
১০