আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৫:২৩

ঢাকা, ২ জুলাই, ২০২৫ (বাসস): জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় সাভারের আশুলিয়ায় ছয় তরুণকে হত্যা এবং লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বুধবার প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম।

একইসঙ্গে আরেকটি মামলায় আগে থেকেই গ্রেফতার ৮ জন আসামিকে এই মামলায় ‘প্রডাকশন ওয়ারেন্ট’ মূলে গ্রেফতার দেখিয়ে আগামী ১৩ জুলাই ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া পলাতক ৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত। এর মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও সাবেক ডিআইজি নূরুল ইসলাম। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৩ জুলাই।

এর আগে সকালে চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়। পরে তা ট্রাইব্যুনালে উপস্থাপন করে শুনানি করা হয়।

এর আগে প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানান, এই মামলায় ইতোমধ্যে ৭ জন আসামি কারাগারে আটক রয়েছেন।

আশুলিয়ায় ৫ আগস্ট রাতে সংঘটিত ওই নৃশংস ঘটনায় ছয় তরুণকে গুলি করে হত্যা করে পুলিশ ভ্যানে লাশ রেখে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, সেসময় এক তরুণকে জীবিত অবস্থাতেই শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয় বলে গুরুতর অভিযোগ মামলায় অন্তর্ভুক্ত হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট দিবস উদযাপন
বাতিল হচ্ছে ১২৮ জুলাই যোদ্ধার গেজেট 
বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ
হাসপাতালে চিকিৎসাধীন নাজিম উদ্দিনকে দেখতে গেলেন ডা. রফিক
সার ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে: কৃষি উপদেষ্টা
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ
রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দেবে কসোভো
এআই চিপ নির্মাতা এনভিডিয়া বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি 
আল-ফাশের হাসপাতালে ৪৬০ জন নিহতের খবরে হতবাক ডব্লিউএইচও
সুদানে আরএসএফ’র বর্বরতার নিন্দা জানালো ইইউ
১০