আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৫:২৩

ঢাকা, ২ জুলাই, ২০২৫ (বাসস): জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় সাভারের আশুলিয়ায় ছয় তরুণকে হত্যা এবং লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বুধবার প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম।

একইসঙ্গে আরেকটি মামলায় আগে থেকেই গ্রেফতার ৮ জন আসামিকে এই মামলায় ‘প্রডাকশন ওয়ারেন্ট’ মূলে গ্রেফতার দেখিয়ে আগামী ১৩ জুলাই ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া পলাতক ৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত। এর মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও সাবেক ডিআইজি নূরুল ইসলাম। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৩ জুলাই।

এর আগে সকালে চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়। পরে তা ট্রাইব্যুনালে উপস্থাপন করে শুনানি করা হয়।

এর আগে প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানান, এই মামলায় ইতোমধ্যে ৭ জন আসামি কারাগারে আটক রয়েছেন।

আশুলিয়ায় ৫ আগস্ট রাতে সংঘটিত ওই নৃশংস ঘটনায় ছয় তরুণকে গুলি করে হত্যা করে পুলিশ ভ্যানে লাশ রেখে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, সেসময় এক তরুণকে জীবিত অবস্থাতেই শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয় বলে গুরুতর অভিযোগ মামলায় অন্তর্ভুক্ত হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এলডিসি গ্র্যাজুয়েশন একটি জাতীয় অর্জন : অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান
সাংবাদিকদের অবশ্যই স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে : খুলনা প্রেসক্লাব
আওয়ামী লীগের শরিক ১৪ দল নিষিদ্ধের দাবি জানালেন হামিদুর রহমান আযাদ
১৪ হাজার রানের অনন্য কীর্তি পোলার্ডের
আন্তর্জাতিক জলসীমায় ভাসমান ট্রলারসহ ১২ জেলে উদ্ধার
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে : তারেক রহমান
জুলাই রেভুলেশন ফেন্সিংয়ে চ্যাম্পিয়ন আনসার
অস্ট্রেলিয়ায় ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ ‘এ’ দল
পিরোজপুরে দুর্যোগ পূর্বাভাস বিষয়ে ওরিয়েন্টেশন কর্মশালা 
তারুণ্যের উৎসব উপলক্ষে দেশব্যাপী শুরু হলো জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫
১০