জয়পুরহাট পৌরসভায় বর্জ্য পৃথকীকরণে ডাস্টবিন বিতরণ

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৫:২৮
বুধবার জয়পুরহাট পৌরসভায় গৃহস্থালী পর্যায়ে বাসাবাড়িতে বর্জ্য পৃথকীকরণে ডাস্টবিন বিতরণ করা হয়। ছবি : বাসস

জয়পুরহাট, ২ জুলাই, ২০২৫ (বাসস) : জয়পুরহাট পৌরসভায় গৃহস্থালী পর্যায়ে বাসাবাড়িতে বর্জ্য পৃথকীকরণে প্রতি বাড়িতে ২টি করে ডাস্টবিন বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১ টায় শহরের ৫নং ওয়ার্ডের প্রফেসরপাড়া মহল্লার হাজী বদর উদ্দিন রোডে এ কর্মসূচীর উদ্বোধন করেন জয়পুরহাট পৌরসভার প্রশাসক মোহা. সবুর আলী। 

পৌরসভার সার্বিক তত্ত্বাবধানে ও এরাস ভেঞ্চার্স লিমিটেড এর বাস্তবায়নে অনুষ্ঠিত ডাস্টবিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর প্রশাসক মোহা. সবুর আলী স্থানীয় জনসাধারনের মাঝে ডাস্টবিন বিতরণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন এরাস ভেঞ্চার্স লিমিটেডের পরিচালক ইছাহাক আলী, পৌর হিসাবরক্ষন কর্মকর্তা জুলফিকার আলী, উপ-সহকারি প্রকৌশলী মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা আ. হাসেম, সেনেটারী ইন্সপেক্টর মামুনুর রশীদ, কনজারভেন্সি ইন্সপেক্টর হেলাল উদ্দিনসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

পৌরসভার প্রশাসক বাসসকে জানান, আজ এ কর্মসুচির উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে আমরা পৌরসভার সকল বাসাবাড়িতে ২টি করে ডাস্টবিন বিতরণ করবো। ১টিতে পচনশীল ও অপরটিতে অপনশীল দ্রব্য রাখা হবে। প্রতিদিন পৌরসভার পক্ষ হতে গাড়ি বিভিন্ন বাসার সামনে যাবে এবং বাঁশি বাজিয়ে বাসার ময়লা-আর্বজনা নিয়ে আসবে।

এতে করে পৌরসভা এলাকার বর্জ্য অপসারণ হবে। আগামীতে আমরা একটি বর্জ্যমুক্ত পরিচ্ছন্ন শহর জয়পুরহাট বাসীকে উপহার দেওয়ার চেষ্টা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এলডিসি গ্র্যাজুয়েশন একটি জাতীয় অর্জন : অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান
সাংবাদিকদের অবশ্যই স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে : খুলনা প্রেসক্লাব
আওয়ামী লীগের শরিক ১৪ দল নিষিদ্ধের দাবি জানালেন হামিদুর রহমান আযাদ
১৪ হাজার রানের অনন্য কীর্তি পোলার্ডের
আন্তর্জাতিক জলসীমায় ভাসমান ট্রলারসহ ১২ জেলে উদ্ধার
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে : তারেক রহমান
জুলাই রেভুলেশন ফেন্সিংয়ে চ্যাম্পিয়ন আনসার
অস্ট্রেলিয়ায় ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ ‘এ’ দল
পিরোজপুরে দুর্যোগ পূর্বাভাস বিষয়ে ওরিয়েন্টেশন কর্মশালা 
তারুণ্যের উৎসব উপলক্ষে দেশব্যাপী শুরু হলো জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫
১০