টঙ্গীতে বিদেশি রিভলবারসহ একজন আটক

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৬:২০

গাজীপুর, ২ জুলাই, ২০২৫ (বাসস) : গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চলাকালে একটি বিদেশি রিভলবার ও ছয় রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১২টা ২৫মিনিটে টঙ্গী পূর্ব থানাধীন আমতলী এলাকায় এই অভিযান পরিচালনা করেন এসআই মো. শাহিদুল ইসলাম। তিনি রাত্রীকালীন স্পেশাল-৭ ডিউটিতে দায়িত্বরত ছিলেন।

আটককৃত ব্যক্তির নাম মো. রাকিব হাসান (৪০)। তার স্থায়ী ঠিকানা বরিশাল জেলার বাবুগঞ্জ থানার আরজি কালিকাপুর গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের কোয়ার্টারে বসবাস করছেন।

পুলিশ জানায়, রাত্রিকালীন চেকপোস্ট পরিচালনার সময় রাকিব হাসানকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে থামিয়ে তল্লাশি চালানো হয়। এই সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এই বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বাসস’কে বলেন, রাত্রিকালীন চেকপোস্টে দায়িত্বরত টিমের তৎপরতায় একটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। এটি আমাদের নিয়মিত অভিযান ও অপরাধ দমনেরই অংশ। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি অস্ত্রটির কোনো বৈধ কাগজ-পত্র দেখাতে পারেননি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। রাকিব হাসানের সঙ্গে অন্য কোনো চক্র বা অপরাধী গোষ্ঠীর সম্পৃক্ততা আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিজিটাল ব্যবস্থায় আন্তঃসংযোগ গড়ায় সরকারের ব্যাপক অগ্রগতি 
সড়কপথে নিরাপত্তা প্রতিষ্ঠার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
টাঙ্গাইলে মাভাবিপ্রবি’তে থিসিস ও প্রকাশনা বিষয়ক সেমিনার
নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা শহীদুজ্জামান শহীদের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক
কুমিল্লায় স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অবদানের জন্য তারেক রহমানকে যুবদলের সম্মাননা
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ
পনেরো বছর পর আগামীকাল নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি
দক্ষিণ কোরিয়ার কাছে বড় ব্যবধানে হেরে বিপাকে বাংলাদেশ
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ নওগাঁয়
১০