টঙ্গীতে বিদেশি রিভলবারসহ একজন আটক

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৬:২০

গাজীপুর, ২ জুলাই, ২০২৫ (বাসস) : গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চলাকালে একটি বিদেশি রিভলবার ও ছয় রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১২টা ২৫মিনিটে টঙ্গী পূর্ব থানাধীন আমতলী এলাকায় এই অভিযান পরিচালনা করেন এসআই মো. শাহিদুল ইসলাম। তিনি রাত্রীকালীন স্পেশাল-৭ ডিউটিতে দায়িত্বরত ছিলেন।

আটককৃত ব্যক্তির নাম মো. রাকিব হাসান (৪০)। তার স্থায়ী ঠিকানা বরিশাল জেলার বাবুগঞ্জ থানার আরজি কালিকাপুর গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের কোয়ার্টারে বসবাস করছেন।

পুলিশ জানায়, রাত্রিকালীন চেকপোস্ট পরিচালনার সময় রাকিব হাসানকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে থামিয়ে তল্লাশি চালানো হয়। এই সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এই বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বাসস’কে বলেন, রাত্রিকালীন চেকপোস্টে দায়িত্বরত টিমের তৎপরতায় একটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। এটি আমাদের নিয়মিত অভিযান ও অপরাধ দমনেরই অংশ। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি অস্ত্রটির কোনো বৈধ কাগজ-পত্র দেখাতে পারেননি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। রাকিব হাসানের সঙ্গে অন্য কোনো চক্র বা অপরাধী গোষ্ঠীর সম্পৃক্ততা আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীর বাউফলে মা ইলিশ রক্ষায় দিনভর অভিযান
কঠিন চীবর দানোৎসব উপলক্ষে ধর্ম উপদেষ্টার শুভেচ্ছা 
পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান
তিস্তা নদীতে রেড অ্যালার্ট : বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে পানি
শেখ হাসিনাকে ফেরত দেয়া ছাড়া ভারত প্রত্যাশিত আচরণ পাবে না : সারজিস আলম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত ঘোষণা
বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
মাদ্রাসা থেকে পালাতে গিয়ে শিশু আটকা, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার
গাজায় জিম্মিদের মুক্তির জন্য ইসরাইলকে বোমাবর্ষণ বন্ধ করতে হবে : রুবিও
মিশরে গাজা আলোচনা শুরু হবে সোমবার
১০