চট্টগ্রামে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ গ্রেফতার ১

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৭:০৫

চট্টগ্রাম, ২ জুলাই, ২০২৫ (বাসস): চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার একটি বহুতল ভবন থেকে রাজস্ব ফাঁকির অভিযোগে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামাদিসহ এক ভিওআইপি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। 

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মিজান খাঁন (৩১)। তিনি সন্দ্বীপ উপজেলার আমানউল্লাহ ইউনিয়নের আকবর হাট এলাকার জামশেদ খানের ছেলে।

বুধবার র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মেজর সানরিয়া চৌধুরী জানান- মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর হালিশহর আবাসিক এলাকার বি-ব্লকের একটি বাসায় অভিযান চালিয়ে ভিওআইপি সরঞ্জামসহ মিজানকে গ্রেফতার করা হয়।

সানরিয়া চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এনটিএমসি’র কারিগরি সহায়তা ও বিটিআরসির কর্মকর্তাদের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মিজান খাঁনের হেফাজত থেকে অবৈধ ভিওআইপি ব্যবসার কাজে ব্যবহৃত ১২৮ পোর্টের ৯টি, ২৫৬ পোর্টের ২৩টি, ৫১২ পোর্টের একটি, ১৬ পোর্টের একটি এবং আট পোর্টের কালো রঙের একটি সিম বক্স, ডেল মনিটর, ২ হাজার ১০০টি রবি সিম, ১৩টি গ্রামীণফোন সিম, ১৯ হাজার ১৮৩টি টেলিটক সিম এবং চারটি বাংলালিংক সিমসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দকৃত সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মিজান দীর্ঘদিন ধরে বিটিআরসির লাইসেন্স ছাড়া অবৈধভাবে ভিওআইপি সরঞ্জাম স্থাপন করে আন্তর্জাতিক কল রাউটিং করতেন। এতে সফটওয়্যারভিত্তিক সুইচ ব্যবহার করে রাষ্ট্রের কোটি-কোটি টাকা রাজস্ব ফাঁকি দিতেন। এভাবে যান্ত্রিক, ভার্চুয়াল এবং সফটওয়্যারভিত্তিক কৌশল অবলম্বন করে অবৈধ ভিওআইপি ব্যবসা পরিচালনা করছিলেন তিনি। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য সদস্যদের শনাক্তে কাজ করছে র‌্যাব।

এ ঘটনায় মিজান খাঁনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব-৭। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
মাদ্রাসা থেকে পালাতে গিয়ে শিশু আটকা, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার
গাজায় জিম্মিদের মুক্তির জন্য ইসরাইলকে বোমাবর্ষণ বন্ধ করতে হবে : রুবিও
মিশরে গাজা আলোচনা শুরু হবে সোমবার
খাসজমির সঠিক ব্যবস্থাপনা হলে ভূমিহীন মানুষের জীবনমান উন্নত হয় : ভূমি সচিব
মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের শেয়ার স্থানান্তরের আহ্বান ডিএসইর
ধানমন্ডিতে পুলিশের অভিযানে নানা অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার 
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে: শিমুল বিশ্বাস
কাল বিসিবি নির্বাচন
পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবলে বালক ও বালিকা দুই বিভাগেই চ্যাম্পিয়ন সানিডেইল
১০