চুয়াডাঙ্গায় সরিষা চাষে সফল কৃষকদের মধ্যে পুরস্কার বিতরণ 

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৮:০৭
সফল কৃষকদের মধ্যে পুরস্কার বিতরণ। ছবি : বাসস 

চুয়াডাঙ্গা, ২ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় আজ ২০২৪-২০২৫ অর্থবছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সরিষা চাষে সাফল্য অর্জন করায় জেলার ৫ জন কৃষকের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

আজ বুধবার দুপুর সাড়ে ১২ টায় কৃষি বিপণন অধিদপ্তর কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করা হয়।

জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক  মো. মাসুদুর রহমান সরকারের সভাপতিত্ব এ অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষ্ণ রায়। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলায় বিএডিসি’র যুগ্ম-পরিচালক এ এফ এম শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার মো. হাসান আলী, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী সিরাজুম মুনিরা প্রমুখ। 

তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার মো. হাসান আলী জানান, বাংলাদেশে সরিষা, সূর্যমুখী ও তিল এই তিন ধরনের তেল জাতীয় ফসল বেশি উৎপাদন হয়। চুয়াডাঙ্গা জেলা সরিষার চাষের উপযোগী হওয়ায় তিনি কৃষকদেরকে সরিষা চাষ করার আহ্বান জানান।

পরে, সরিষা চাষে সাফল্য অর্জন করায় জেলার ৫ জন কৃষকের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।


 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিজিটাল ব্যবস্থায় আন্তঃসংযোগ গড়ায় সরকারের ব্যাপক অগ্রগতি 
সড়কপথে নিরাপত্তা প্রতিষ্ঠার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
টাঙ্গাইলে মাভাবিপ্রবি’তে থিসিস ও প্রকাশনা বিষয়ক সেমিনার
নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা শহীদুজ্জামান শহীদের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক
কুমিল্লায় স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অবদানের জন্য তারেক রহমানকে যুবদলের সম্মাননা
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ
পনেরো বছর পর আগামীকাল নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি
দক্ষিণ কোরিয়ার কাছে বড় ব্যবধানে হেরে বিপাকে বাংলাদেশ
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ নওগাঁয়
১০