চুয়াডাঙ্গায় সরিষা চাষে সফল কৃষকদের মধ্যে পুরস্কার বিতরণ 

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৮:০৭
সফল কৃষকদের মধ্যে পুরস্কার বিতরণ। ছবি : বাসস 

চুয়াডাঙ্গা, ২ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় আজ ২০২৪-২০২৫ অর্থবছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সরিষা চাষে সাফল্য অর্জন করায় জেলার ৫ জন কৃষকের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

আজ বুধবার দুপুর সাড়ে ১২ টায় কৃষি বিপণন অধিদপ্তর কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করা হয়।

জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক  মো. মাসুদুর রহমান সরকারের সভাপতিত্ব এ অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষ্ণ রায়। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলায় বিএডিসি’র যুগ্ম-পরিচালক এ এফ এম শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার মো. হাসান আলী, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী সিরাজুম মুনিরা প্রমুখ। 

তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার মো. হাসান আলী জানান, বাংলাদেশে সরিষা, সূর্যমুখী ও তিল এই তিন ধরনের তেল জাতীয় ফসল বেশি উৎপাদন হয়। চুয়াডাঙ্গা জেলা সরিষার চাষের উপযোগী হওয়ায় তিনি কৃষকদেরকে সরিষা চাষ করার আহ্বান জানান।

পরে, সরিষা চাষে সাফল্য অর্জন করায় জেলার ৫ জন কৃষকের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।


 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দলমত নির্বিশেষে আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ : নাহিদ ইসলাম
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে তরুণদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতা
অপারেশন ঈগল হান্ট মামলায় সাবেক এসপি আসাদ দুই দিনের রিমান্ডে
সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রীর এপিএস রাশেদ গ্রেফতার
ট্রাম্পের বিতর্কিত ট্যাক্স বিল পাসে চূড়ান্ত ভোটাভুটি হতে যাচ্ছে
আইজিপির সাথে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের আলোচনা চলছে : তৌহিদ
জোতার মৃত্যুতে রোনালদো-নাদালের শোক
ঢাবিতে আন্তঃহল সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা শুরু
‘এটা কোনো জীবন নয়’: গাজা সিটিতে স্কুল-আশ্রয়ে ইসরাইলি হামলা
১০