চুয়াডাঙ্গায় সরিষা চাষে সফল কৃষকদের মধ্যে পুরস্কার বিতরণ 

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৮:০৭
সফল কৃষকদের মধ্যে পুরস্কার বিতরণ। ছবি : বাসস 

চুয়াডাঙ্গা, ২ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় আজ ২০২৪-২০২৫ অর্থবছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সরিষা চাষে সাফল্য অর্জন করায় জেলার ৫ জন কৃষকের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

আজ বুধবার দুপুর সাড়ে ১২ টায় কৃষি বিপণন অধিদপ্তর কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করা হয়।

জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক  মো. মাসুদুর রহমান সরকারের সভাপতিত্ব এ অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষ্ণ রায়। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলায় বিএডিসি’র যুগ্ম-পরিচালক এ এফ এম শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার মো. হাসান আলী, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী সিরাজুম মুনিরা প্রমুখ। 

তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার মো. হাসান আলী জানান, বাংলাদেশে সরিষা, সূর্যমুখী ও তিল এই তিন ধরনের তেল জাতীয় ফসল বেশি উৎপাদন হয়। চুয়াডাঙ্গা জেলা সরিষার চাষের উপযোগী হওয়ায় তিনি কৃষকদেরকে সরিষা চাষ করার আহ্বান জানান।

পরে, সরিষা চাষে সাফল্য অর্জন করায় জেলার ৫ জন কৃষকের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।


 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আওয়ামী লীগের শরিক ১৪ দল নিষিদ্ধের দাবি জানালেন হামিদুর রহমান আযাদ
১৪ হাজার রানের অনন্য কীর্তি পোলার্ডের
আন্তর্জাতিক জলসীমায় ভাসমান ট্রলারসহ ১২ জেলে উদ্ধার
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে : তারেক রহমান
জুলাই রেভুলেশন ফেন্সিংয়ে চ্যাম্পিয়ন আনসার
অস্ট্রেলিয়ায় ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ ‘এ’ দল
পিরোজপুরে দুর্যোগ পূর্বাভাস বিষয়ে ওরিয়েন্টেশন কর্মশালা 
তারুণ্যের উৎসব উপলক্ষে দেশব্যাপী শুরু হলো জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫
ফ্যাসিবাদ পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে : ইসলামী আন্দোলন
বাংলাদেশকে ১৩৭ রানের টার্গেট দিল নেদারল্যান্ডস
১০