হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৮:১২

হবিগঞ্জ, ২ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার নবীগঞ্জে সিলেট-ঢাকা মহাসড়কে বুধবার একটি মাইক্রোবাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।

আজ সকাল সাড়ে ৮টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পাবনা জেলার আনোয়ারা বেগম ও সিলেট নগরীর সুবিদবাজার এলাকার বাসিন্দা মাইক্রোবাস চালক নাঈম আহমদ জয় (২৭)।

পুলিশ জানায়, নিহত আনোয়ারা বেগম পরিবার নিয়ে সিলেট থেকে ঢাকায় বাসা পরিবর্তনের উদ্দেশ্যে রওয়ানা দেন। ভোরে তারা মাইক্রোবাসযোগে সিলেট ছেড়ে যান। নবীগঞ্জের মডেল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক নাঈম আহমদ জয় ও যাত্রী আনোয়ারা বেগম নিহত হন।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব জানান, মাইক্রোবাসটিতে চালকসহ মোট ৬ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ জন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কৃষক লীগের সম্পাদক মন্ডলীর সদস্য গ্রেফতার
পিরোজপুরে সাবেক সাব-রেজিস্ট্রার ও তার স্ত্রীর বিরুদ্ধে  দুদকের মামলা
সেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
নির্বাচন পর্যবেক্ষণ করতে ৩৩১ দেশি সংস্থার আবেদন
দেশব্যাপী বিভ্রাটের পর ইরাকে বিদ্যুৎ সরবরাহ চালু
ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মহফুজা খানম আর নেই
পিতার জবানবন্দি : একমাত্র পুত্রকে হারিয়ে পাগলের মতো জীবন যাপন করছি
পি আর পদ্ধতিতে নির্বাচন হলে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হবে : চরমোনাইর পীর 
জনগণের রায় নিয়ে সরকার গঠন করলে মিলে-মিশে দেশ পরিচালনা করবে বিএনপি : তারেক রহমান 
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে কানাডা যাচ্ছেন সিইসি
১০