রাউজানে ভুয়া চিকিৎসক আটক, জরিমানা দিতে না পারায় হাজতে

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৮:২২
ছবি : বাসস

চট্টগ্রাম, ২ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের রাউজানে অভিজিৎ সেন রাজীব নামে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা। তবে জরিমানা পরিশোধ করতে না পারায় তাকে হাজতে পাঠানো হয়েছে।
 
আজ উপজেলার জলিল নগর বাসস্ট্যান্ড এলাকায় আমানত খান মার্কেটের দোতলার একটি কক্ষে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেয়।
 
দণ্ডিত রাজীব রাউজান পৌরসভার ঢেউয়াপাড়া এলাকার প্রদীপ সেনের ছেলে।

স্থানীয়রা জানায়, আগে রোগীদের টুকটাক ফিজিওথেরাপি দিতেন দণ্ডিত রাজীব। ৫ আগস্টের পরই নামের আগে ডাক্তার যুক্ত করে খুলে বসেন চেম্বার, শুরু করেন ডাক্তারি। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা বলেন, বিএমডিসি সনদ ছাড়াই ‘ডা.’ পদবী ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণা করছিলেন অভিযুক্ত ব্যক্তি। এছাড়া ক্লিনিকটির কোনো বৈধ নিবন্ধনও নেই। মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ও বেসরকারি ক্লিনিক আইন লঙ্ঘনের দায়ে তাকে ১ লাখ টাকা জরিমানা করে ক্লিনিকটি বন্ধ করে দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে জরিমানা পরিশোধ করতে না পারায় তাকে থানা হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট দিবস উদযাপন
বাতিল হচ্ছে ১২৮ জুলাই যোদ্ধার গেজেট 
বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ
হাসপাতালে চিকিৎসাধীন নাজিম উদ্দিনকে দেখতে গেলেন ডা. রফিক
সার ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে: কৃষি উপদেষ্টা
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ
রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দেবে কসোভো
এআই চিপ নির্মাতা এনভিডিয়া বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি 
আল-ফাশের হাসপাতালে ৪৬০ জন নিহতের খবরে হতবাক ডব্লিউএইচও
সুদানে আরএসএফ’র বর্বরতার নিন্দা জানালো ইইউ
১০