রাউজানে ভুয়া চিকিৎসক আটক, জরিমানা দিতে না পারায় হাজতে

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৮:২২
ছবি : বাসস

চট্টগ্রাম, ২ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের রাউজানে অভিজিৎ সেন রাজীব নামে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা। তবে জরিমানা পরিশোধ করতে না পারায় তাকে হাজতে পাঠানো হয়েছে।
 
আজ উপজেলার জলিল নগর বাসস্ট্যান্ড এলাকায় আমানত খান মার্কেটের দোতলার একটি কক্ষে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেয়।
 
দণ্ডিত রাজীব রাউজান পৌরসভার ঢেউয়াপাড়া এলাকার প্রদীপ সেনের ছেলে।

স্থানীয়রা জানায়, আগে রোগীদের টুকটাক ফিজিওথেরাপি দিতেন দণ্ডিত রাজীব। ৫ আগস্টের পরই নামের আগে ডাক্তার যুক্ত করে খুলে বসেন চেম্বার, শুরু করেন ডাক্তারি। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা বলেন, বিএমডিসি সনদ ছাড়াই ‘ডা.’ পদবী ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণা করছিলেন অভিযুক্ত ব্যক্তি। এছাড়া ক্লিনিকটির কোনো বৈধ নিবন্ধনও নেই। মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ও বেসরকারি ক্লিনিক আইন লঙ্ঘনের দায়ে তাকে ১ লাখ টাকা জরিমানা করে ক্লিনিকটি বন্ধ করে দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে জরিমানা পরিশোধ করতে না পারায় তাকে থানা হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে তরুণদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতা
অপারেশন ঈগল হান্ট মামলায় সাবেক এসপি আসাদ দুই দিনের রিমান্ডে
সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রীর এপিএস রাশেদ গ্রেফতার
ট্রাম্পের বিতর্কিত ট্যাক্স বিল পাসে চূড়ান্ত ভোটাভুটি হতে যাচ্ছে
আইজিপির সাথে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের আলোচনা চলছে : তৌহিদ
জোতার মৃত্যুতে রোনালদো-নাদালের শোক
ঢাবিতে আন্তঃহল সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা শুরু
‘এটা কোনো জীবন নয়’: গাজা সিটিতে স্কুল-আশ্রয়ে ইসরাইলি হামলা
বিয়ের ১০ দিন পর গাড়ি দুর্ঘটনায় নিহত জোতা
১০