রাউজানে ভুয়া চিকিৎসক আটক, জরিমানা দিতে না পারায় হাজতে

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৮:২২
ছবি : বাসস

চট্টগ্রাম, ২ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের রাউজানে অভিজিৎ সেন রাজীব নামে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা। তবে জরিমানা পরিশোধ করতে না পারায় তাকে হাজতে পাঠানো হয়েছে।
 
আজ উপজেলার জলিল নগর বাসস্ট্যান্ড এলাকায় আমানত খান মার্কেটের দোতলার একটি কক্ষে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেয়।
 
দণ্ডিত রাজীব রাউজান পৌরসভার ঢেউয়াপাড়া এলাকার প্রদীপ সেনের ছেলে।

স্থানীয়রা জানায়, আগে রোগীদের টুকটাক ফিজিওথেরাপি দিতেন দণ্ডিত রাজীব। ৫ আগস্টের পরই নামের আগে ডাক্তার যুক্ত করে খুলে বসেন চেম্বার, শুরু করেন ডাক্তারি। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা বলেন, বিএমডিসি সনদ ছাড়াই ‘ডা.’ পদবী ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণা করছিলেন অভিযুক্ত ব্যক্তি। এছাড়া ক্লিনিকটির কোনো বৈধ নিবন্ধনও নেই। মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ও বেসরকারি ক্লিনিক আইন লঙ্ঘনের দায়ে তাকে ১ লাখ টাকা জরিমানা করে ক্লিনিকটি বন্ধ করে দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে জরিমানা পরিশোধ করতে না পারায় তাকে থানা হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজা যুদ্ধে ২১ হাজার শিশু প্রতিবন্ধী : জাতিসংঘ কমিটি
ট্রাম্প ‘যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোকে ধ্বংস করছেন’: হার্ভার্ডের সাবেক সভাপতি
চট্টগ্রামের সীতাকুণ্ডে সাপের ছোবলে শিক্ষিকার মৃত্যু
উপদেষ্টা পরিষদের সভায় ৩ নীতিমালার খসড়া অনুমোদন
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কাইয়ুম গ্রেফতার
ট্র্যাইব্যুনালে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের জেরা চলছে
হুথিদের ওপর বাইবেলের আজাব চাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি ইসরাইলের
পরিবেশ উপদেষ্টার মন্তব্য বিকৃত করে নকল ফটোকার্ড শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
দুদকের মামলায় খালাস পেলেন বিএনপি নেতা টুকু, মীর নাসির ও মীর হেলাল
যশোরে দুইটি স্বর্ণের বারসহ একজনকে আটক
১০