মোংলা বন্দরে ভিড়লো ৪ বিদেশি বাণিজ্যিক জাহাজ

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৮:৩৩
ছবি : সংগৃহীত

খুলনা, ২ জুলাই, ২০২৫ (বাসস) : নতুন অর্থবছর ২০২৫-২৬-এর প্রথম দিনে বিপুল পরিমাণ আমদানিকৃত পণ্য নিয়ে গতকাল মঙ্গলবার রাতে মোংলা বন্দরে একসঙ্গে চারটি বিদেশি বাণিজ্যিক জাহাজ নোঙর করেছে। 

মোংলা বন্দর কর্তৃপক্ষ (এমপিএ)’র জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সিঙ্গাপুরের পতাকাবাহী কোটা রেস্টু নামের জাহাজটি ২৯৯ টিইইউ কনটেইনার ও বিপুল পরিমাণ যন্ত্রাংশ নিয়ে জেটি নম্বর ৫-এ নোঙর করে। পানামার পতাকাবাহী এমটি হাই-ইয়াং জাহাজটি চিটাগুড় নিয়ে জেটি নম্বর ৬-এ ভেড়ে।

এ ছাড়া, সিয়েরা লিওন পতাকাবাহী এমভি হিস্ট্রি এডওয়ার্ড জাহাজটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রাংশ নিয়ে জেটি নম্বর ৭-এ এবং পানামার পতাকাবাহী এমভি ডিএস প্রপার্টি পাওয়ার গ্রিড কোম্পানির যন্ত্রাংশ নিয়ে জেটি নম্বর ৯-এ নোঙর করে।

বর্তমানে মোংলা বন্দরে আরও ১৪টি বিদেশি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে দুটি বহির্নোঙ্গরে সাতটি হারবারিয়ায় ও একটি গ্যাস কোম্পানির পয়েন্টে রয়েছে।

এসব জাহাজে আসা পণ্যের মধ্যে রয়েছে— যন্ত্রাংশ, চিটাগুড়, পাথর, চাল, কয়লা, ক্লিংকার, এলপিজি, ফ্লাইঅ্যাশ ও সার।

বন্দর কর্মকর্তারা বলছেন, ‘মোংলা বন্দরে জাহাজ আগমনের সংখ্যা এবং আমদানিকৃত পণ্যের বৈচিত্র্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এটি দেশের আন্তর্জাতিক বাণিজ্যে মোংলার গুরুত্ব বাড়ার ইঙ্গিত দেয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মকর্তা নিহত
দলমত নির্বিশেষে আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ : নাহিদ ইসলাম
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে তরুণদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতা
অপারেশন ঈগল হান্ট মামলায় সাবেক এসপি আসাদ দুই দিনের রিমান্ডে
সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রীর এপিএস রাশেদ গ্রেফতার
ট্রাম্পের বিতর্কিত ট্যাক্স বিল পাসে চূড়ান্ত ভোটাভুটি হতে যাচ্ছে
আইজিপির সাথে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের আলোচনা চলছে : তৌহিদ
জোতার মৃত্যুতে রোনালদো-নাদালের শোক
ঢাবিতে আন্তঃহল সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা শুরু
১০