মোংলা বন্দরে ভিড়লো ৪ বিদেশি বাণিজ্যিক জাহাজ

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৮:৩৩
ছবি : সংগৃহীত

খুলনা, ২ জুলাই, ২০২৫ (বাসস) : নতুন অর্থবছর ২০২৫-২৬-এর প্রথম দিনে বিপুল পরিমাণ আমদানিকৃত পণ্য নিয়ে গতকাল মঙ্গলবার রাতে মোংলা বন্দরে একসঙ্গে চারটি বিদেশি বাণিজ্যিক জাহাজ নোঙর করেছে। 

মোংলা বন্দর কর্তৃপক্ষ (এমপিএ)’র জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সিঙ্গাপুরের পতাকাবাহী কোটা রেস্টু নামের জাহাজটি ২৯৯ টিইইউ কনটেইনার ও বিপুল পরিমাণ যন্ত্রাংশ নিয়ে জেটি নম্বর ৫-এ নোঙর করে। পানামার পতাকাবাহী এমটি হাই-ইয়াং জাহাজটি চিটাগুড় নিয়ে জেটি নম্বর ৬-এ ভেড়ে।

এ ছাড়া, সিয়েরা লিওন পতাকাবাহী এমভি হিস্ট্রি এডওয়ার্ড জাহাজটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রাংশ নিয়ে জেটি নম্বর ৭-এ এবং পানামার পতাকাবাহী এমভি ডিএস প্রপার্টি পাওয়ার গ্রিড কোম্পানির যন্ত্রাংশ নিয়ে জেটি নম্বর ৯-এ নোঙর করে।

বর্তমানে মোংলা বন্দরে আরও ১৪টি বিদেশি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে দুটি বহির্নোঙ্গরে সাতটি হারবারিয়ায় ও একটি গ্যাস কোম্পানির পয়েন্টে রয়েছে।

এসব জাহাজে আসা পণ্যের মধ্যে রয়েছে— যন্ত্রাংশ, চিটাগুড়, পাথর, চাল, কয়লা, ক্লিংকার, এলপিজি, ফ্লাইঅ্যাশ ও সার।

বন্দর কর্মকর্তারা বলছেন, ‘মোংলা বন্দরে জাহাজ আগমনের সংখ্যা এবং আমদানিকৃত পণ্যের বৈচিত্র্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এটি দেশের আন্তর্জাতিক বাণিজ্যে মোংলার গুরুত্ব বাড়ার ইঙ্গিত দেয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
মাদ্রাসা থেকে পালাতে গিয়ে শিশু আটকা, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার
গাজায় জিম্মিদের মুক্তির জন্য ইসরাইলকে বোমাবর্ষণ বন্ধ করতে হবে : রুবিও
মিশরে গাজা আলোচনা শুরু হবে সোমবার
খাসজমির সঠিক ব্যবস্থাপনা হলে ভূমিহীন মানুষের জীবনমান উন্নত হয় : ভূমি সচিব
মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের শেয়ার স্থানান্তরের আহ্বান ডিএসইর
ধানমন্ডিতে পুলিশের অভিযানে নানা অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার 
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে: শিমুল বিশ্বাস
কাল বিসিবি নির্বাচন
পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবলে বালক ও বালিকা দুই বিভাগেই চ্যাম্পিয়ন সানিডেইল
১০