মোংলা বন্দরে ভিড়লো ৪ বিদেশি বাণিজ্যিক জাহাজ

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৮:৩৩
ছবি : সংগৃহীত

খুলনা, ২ জুলাই, ২০২৫ (বাসস) : নতুন অর্থবছর ২০২৫-২৬-এর প্রথম দিনে বিপুল পরিমাণ আমদানিকৃত পণ্য নিয়ে গতকাল মঙ্গলবার রাতে মোংলা বন্দরে একসঙ্গে চারটি বিদেশি বাণিজ্যিক জাহাজ নোঙর করেছে। 

মোংলা বন্দর কর্তৃপক্ষ (এমপিএ)’র জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সিঙ্গাপুরের পতাকাবাহী কোটা রেস্টু নামের জাহাজটি ২৯৯ টিইইউ কনটেইনার ও বিপুল পরিমাণ যন্ত্রাংশ নিয়ে জেটি নম্বর ৫-এ নোঙর করে। পানামার পতাকাবাহী এমটি হাই-ইয়াং জাহাজটি চিটাগুড় নিয়ে জেটি নম্বর ৬-এ ভেড়ে।

এ ছাড়া, সিয়েরা লিওন পতাকাবাহী এমভি হিস্ট্রি এডওয়ার্ড জাহাজটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রাংশ নিয়ে জেটি নম্বর ৭-এ এবং পানামার পতাকাবাহী এমভি ডিএস প্রপার্টি পাওয়ার গ্রিড কোম্পানির যন্ত্রাংশ নিয়ে জেটি নম্বর ৯-এ নোঙর করে।

বর্তমানে মোংলা বন্দরে আরও ১৪টি বিদেশি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে দুটি বহির্নোঙ্গরে সাতটি হারবারিয়ায় ও একটি গ্যাস কোম্পানির পয়েন্টে রয়েছে।

এসব জাহাজে আসা পণ্যের মধ্যে রয়েছে— যন্ত্রাংশ, চিটাগুড়, পাথর, চাল, কয়লা, ক্লিংকার, এলপিজি, ফ্লাইঅ্যাশ ও সার।

বন্দর কর্মকর্তারা বলছেন, ‘মোংলা বন্দরে জাহাজ আগমনের সংখ্যা এবং আমদানিকৃত পণ্যের বৈচিত্র্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এটি দেশের আন্তর্জাতিক বাণিজ্যে মোংলার গুরুত্ব বাড়ার ইঙ্গিত দেয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কৃষক লীগের সম্পাদক মন্ডলীর সদস্য গ্রেফতার
পিরোজপুরে সাবেক সাব-রেজিস্ট্রার ও তার স্ত্রীর বিরুদ্ধে  দুদকের মামলা
সেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
নির্বাচন পর্যবেক্ষণ করতে ৩৩১ দেশি সংস্থার আবেদন
দেশব্যাপী বিভ্রাটের পর ইরাকে বিদ্যুৎ সরবরাহ চালু
ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মহফুজা খানম আর নেই
পিতার জবানবন্দি : একমাত্র পুত্রকে হারিয়ে পাগলের মতো জীবন যাপন করছি
পি আর পদ্ধতিতে নির্বাচন হলে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হবে : চরমোনাইর পীর 
জনগণের রায় নিয়ে সরকার গঠন করলে মিলে-মিশে দেশ পরিচালনা করবে বিএনপি : তারেক রহমান 
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে কানাডা যাচ্ছেন সিইসি
১০