পঞ্চগড়, ২ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার বোদা উপজেলায় আজ কাভার্ড ভ্যানের ধাক্কায় দীপু চন্দ্র বর্মন (১৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুরে বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের ঝলঝলি দিঘী এলাকায় ময়দানদিঘি-তেপুকুরিয়া সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত দীপু চন্দ্র বর্মন জেলার বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের তেপুকুরিয়া গুঞ্জন পাড়া গ্রামের বুধারু বর্মনের ছেলে। দীপু পঞ্চগড় টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফলাফল প্রত্যাশী ছিল।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক কামিনী রায় (১৭)।
স্থানীয় বেংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আলী জানান, বুধবার দুপুরে দীপু চন্দ্র বর্মন বোদা উপজেলা শহর থেকে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে বেংহারী বনগ্রাম ইউনিয়নের ঝলঝলি দিঘী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ওষুধ সরবরাহের কাজে নিয়োজিত একটি ছোট কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লাগে। এতে সড়কের উপরে ছিটকে পড়েন মোটরসাইকেল আরোহী দীপু ও কামিনী। গুরুতর অবস্থায় দীপুকে উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।পরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে দীপুর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, ঘটনার পরে নিহতের মরদেহের সুরতহাল করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত দীপু চন্দ্র বর্মনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ এবং চালক আব্দুস সালাম (৪২) কে আটক করা হয়েছে।