নেত্রকোণায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৯:২১

নেত্রকোণা, ২ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার কলমাকান্দা উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে মুমিন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী লেংঙ্গুড়া ইউনিয়নের মানিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু মুমিন জেলার কলমাকান্দা উপজেলার লেংঙ্গুড়া ইউনিয়নের মানিকপুর গ্রামের ওমর ফারুকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টায় বাড়ির উঠানে খেলা করছিলো শিশু মুমিন। খেলার একর্যায়ে বাড়ির সামনের পুকুরে নেমে যায় শিশুটি। এদিকে পরিবারের সদস্যরা শিশু মুমিনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে।প্রায় দেড়ঘন্টা পর পুকুরের পানিতে শিশু মুমিনকে ভাসতে দেখেন পরিবারের সদস্যরা। তারা শিশু মুমিনকে উদ্ধার করে পাশের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে দিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

পুকুরের পানিতে ডুবে শিশু মুমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কৃষক লীগের সম্পাদক মন্ডলীর সদস্য গ্রেফতার
পিরোজপুরে সাবেক সাব-রেজিস্ট্রার ও তার স্ত্রীর বিরুদ্ধে  দুদকের মামলা
সেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
নির্বাচন পর্যবেক্ষণ করতে ৩৩১ দেশি সংস্থার আবেদন
দেশব্যাপী বিভ্রাটের পর ইরাকে বিদ্যুৎ সরবরাহ চালু
ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মহফুজা খানম আর নেই
পিতার জবানবন্দি : একমাত্র পুত্রকে হারিয়ে পাগলের মতো জীবন যাপন করছি
পি আর পদ্ধতিতে নির্বাচন হলে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হবে : চরমোনাইর পীর 
জনগণের রায় নিয়ে সরকার গঠন করলে মিলে-মিশে দেশ পরিচালনা করবে বিএনপি : তারেক রহমান 
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে কানাডা যাচ্ছেন সিইসি
১০