নেত্রকোণা, ২ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার কলমাকান্দা উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে মুমিন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী লেংঙ্গুড়া ইউনিয়নের মানিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশু মুমিন জেলার কলমাকান্দা উপজেলার লেংঙ্গুড়া ইউনিয়নের মানিকপুর গ্রামের ওমর ফারুকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টায় বাড়ির উঠানে খেলা করছিলো শিশু মুমিন। খেলার একর্যায়ে বাড়ির সামনের পুকুরে নেমে যায় শিশুটি। এদিকে পরিবারের সদস্যরা শিশু মুমিনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে।প্রায় দেড়ঘন্টা পর পুকুরের পানিতে শিশু মুমিনকে ভাসতে দেখেন পরিবারের সদস্যরা। তারা শিশু মুমিনকে উদ্ধার করে পাশের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে দিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পুকুরের পানিতে ডুবে শিশু মুমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।