নেত্রকোণায় হাবিব হত্যা মামলায় ৬ জন গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৯:৩৪ আপডেট: : ০২ জুলাই ২০২৫, ১৯:৩৯

নেত্রকোণা, ২ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার খালিয়াজুরীতে হাবিব মিয়া হত্যা মামলায় এজাহারভুক্ত পাঁচজন এবং সন্দেহভাজন একজনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১৪।

বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির।

র‌্যাব জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ৩ এপ্রিল বিকালে খালিয়াজুরী উপজেলার বল্লী (নতুনপাড়া) গ্রামে হাবিব মিয়াকে পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরদিন ৪ এপ্রিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনায় নিহতের স্ত্রী মালা বেগম বাদী হয়ে খালিয়াজুরী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে নেত্রকোণা পৌর শহরের মোক্তারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-এজাহারভুক্ত আসামি তারাব নুর, আজিদ নুর, সোহেল, ফারজানা, শামীমা এবং সন্দেহভাজন রাহেল।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে থানায় হস্তান্তর করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কৃষক লীগের সম্পাদক মন্ডলীর সদস্য গ্রেফতার
পিরোজপুরে সাবেক সাব-রেজিস্ট্রার ও তার স্ত্রীর বিরুদ্ধে  দুদকের মামলা
সেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
নির্বাচন পর্যবেক্ষণ করতে ৩৩১ দেশি সংস্থার আবেদন
দেশব্যাপী বিভ্রাটের পর ইরাকে বিদ্যুৎ সরবরাহ চালু
ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মহফুজা খানম আর নেই
পিতার জবানবন্দি : একমাত্র পুত্রকে হারিয়ে পাগলের মতো জীবন যাপন করছি
পি আর পদ্ধতিতে নির্বাচন হলে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হবে : চরমোনাইর পীর 
জনগণের রায় নিয়ে সরকার গঠন করলে মিলে-মিশে দেশ পরিচালনা করবে বিএনপি : তারেক রহমান 
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে কানাডা যাচ্ছেন সিইসি
১০