নেত্রকোণায় হাবিব হত্যা মামলায় ৬ জন গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৯:৩৪ আপডেট: : ০২ জুলাই ২০২৫, ১৯:৩৯

নেত্রকোণা, ২ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার খালিয়াজুরীতে হাবিব মিয়া হত্যা মামলায় এজাহারভুক্ত পাঁচজন এবং সন্দেহভাজন একজনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১৪।

বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির।

র‌্যাব জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ৩ এপ্রিল বিকালে খালিয়াজুরী উপজেলার বল্লী (নতুনপাড়া) গ্রামে হাবিব মিয়াকে পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরদিন ৪ এপ্রিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনায় নিহতের স্ত্রী মালা বেগম বাদী হয়ে খালিয়াজুরী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে নেত্রকোণা পৌর শহরের মোক্তারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-এজাহারভুক্ত আসামি তারাব নুর, আজিদ নুর, সোহেল, ফারজানা, শামীমা এবং সন্দেহভাজন রাহেল।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে থানায় হস্তান্তর করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
মাদ্রাসা থেকে পালাতে গিয়ে শিশু আটকা, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার
গাজায় জিম্মিদের মুক্তির জন্য ইসরাইলকে বোমাবর্ষণ বন্ধ করতে হবে : রুবিও
মিশরে গাজা আলোচনা শুরু হবে সোমবার
খাসজমির সঠিক ব্যবস্থাপনা হলে ভূমিহীন মানুষের জীবনমান উন্নত হয় : ভূমি সচিব
মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের শেয়ার স্থানান্তরের আহ্বান ডিএসইর
ধানমন্ডিতে পুলিশের অভিযানে নানা অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার 
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে: শিমুল বিশ্বাস
কাল বিসিবি নির্বাচন
পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবলে বালক ও বালিকা দুই বিভাগেই চ্যাম্পিয়ন সানিডেইল
১০