কুমিল্লায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা 

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ২০:২৬
গ্রাম আদালত কর্মশালা । ছবি : বাসস

কুমিল্লা, ২ জুলাই, ২০২৫ (বাসস)  জেলায় আজ গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ - ৩য় পর্যায়’ প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্টিত হয়। 

এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। 

জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মেহেদী মাহমুদ আকন্দের সভাপতিত্বে এ কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন, স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার মালিহা সুলতান প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মশালায় পাওয়ার প্রেজেন্টেশন উপস্থাপন করেন গ্রাম আদালত প্রকল্পের ব্যবস্থাপক মো. আমিনুর রহমান।

কর্মশালায় জানানো হয়, কুমিল্লা জেলায় ইউনিয়ন পরিষদে পরিচালিত গ্রাম আদালতে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত চারমাসে ৬ হাজার ২৯০টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৬৫ দশমিক ৪৮ ভাগ মামলা। এসব মামলার মধ্যে রয়েছে উচ্চ আদালত থেকে পাঠানো ৮০৯টি মামলাও।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট দিবস উদযাপন
বাতিল হচ্ছে ১২৮ জুলাই যোদ্ধার গেজেট 
বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ
হাসপাতালে চিকিৎসাধীন নাজিম উদ্দিনকে দেখতে গেলেন ডা. রফিক
সার ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে: কৃষি উপদেষ্টা
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ
রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দেবে কসোভো
এআই চিপ নির্মাতা এনভিডিয়া বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি 
আল-ফাশের হাসপাতালে ৪৬০ জন নিহতের খবরে হতবাক ডব্লিউএইচও
সুদানে আরএসএফ’র বর্বরতার নিন্দা জানালো ইইউ
১০