কুমিল্লায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা 

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ২০:২৬
গ্রাম আদালত কর্মশালা । ছবি : বাসস

কুমিল্লা, ২ জুলাই, ২০২৫ (বাসস)  জেলায় আজ গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ - ৩য় পর্যায়’ প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্টিত হয়। 

এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। 

জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মেহেদী মাহমুদ আকন্দের সভাপতিত্বে এ কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন, স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার মালিহা সুলতান প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মশালায় পাওয়ার প্রেজেন্টেশন উপস্থাপন করেন গ্রাম আদালত প্রকল্পের ব্যবস্থাপক মো. আমিনুর রহমান।

কর্মশালায় জানানো হয়, কুমিল্লা জেলায় ইউনিয়ন পরিষদে পরিচালিত গ্রাম আদালতে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত চারমাসে ৬ হাজার ২৯০টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৬৫ দশমিক ৪৮ ভাগ মামলা। এসব মামলার মধ্যে রয়েছে উচ্চ আদালত থেকে পাঠানো ৮০৯টি মামলাও।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কৃষক লীগের সম্পাদক মন্ডলীর সদস্য গ্রেফতার
পিরোজপুরে সাবেক সাব-রেজিস্ট্রার ও তার স্ত্রীর বিরুদ্ধে  দুদকের মামলা
সেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
নির্বাচন পর্যবেক্ষণ করতে ৩৩১ দেশি সংস্থার আবেদন
দেশব্যাপী বিভ্রাটের পর ইরাকে বিদ্যুৎ সরবরাহ চালু
ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মহফুজা খানম আর নেই
পিতার জবানবন্দি : একমাত্র পুত্রকে হারিয়ে পাগলের মতো জীবন যাপন করছি
পি আর পদ্ধতিতে নির্বাচন হলে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হবে : চরমোনাইর পীর 
জনগণের রায় নিয়ে সরকার গঠন করলে মিলে-মিশে দেশ পরিচালনা করবে বিএনপি : তারেক রহমান 
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে কানাডা যাচ্ছেন সিইসি
১০