কুমিল্লায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা 

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ২০:২৬
গ্রাম আদালত কর্মশালা । ছবি : বাসস

কুমিল্লা, ২ জুলাই, ২০২৫ (বাসস)  জেলায় আজ গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ - ৩য় পর্যায়’ প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্টিত হয়। 

এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। 

জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মেহেদী মাহমুদ আকন্দের সভাপতিত্বে এ কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন, স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার মালিহা সুলতান প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মশালায় পাওয়ার প্রেজেন্টেশন উপস্থাপন করেন গ্রাম আদালত প্রকল্পের ব্যবস্থাপক মো. আমিনুর রহমান।

কর্মশালায় জানানো হয়, কুমিল্লা জেলায় ইউনিয়ন পরিষদে পরিচালিত গ্রাম আদালতে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত চারমাসে ৬ হাজার ২৯০টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৬৫ দশমিক ৪৮ ভাগ মামলা। এসব মামলার মধ্যে রয়েছে উচ্চ আদালত থেকে পাঠানো ৮০৯টি মামলাও।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করে প্রজ্ঞাপন
নাটোরে ডায়রিয়া আক্রান্ত এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
জামায়াতের আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ডিএসই-তে চার দিনের বিনিয়োগ প্রশিক্ষণ কর্মশালা
যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারাদেশে ১৩১ জন আটক
তিন জেলায় দুদকের অভিযান : স্বাস্থ্যসেবা ও বিভিন্ন প্রকল্পে অনিয়ম উদ্ঘাটন
চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
সবাই যেন নিজেদের জীবনে মহানবী (স.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমার প্রতিফলন ঘটাতে পারি : তারেক রহমান
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি : শারমীন এস মুরশিদ
ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
১০