কুমিল্লায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা 

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ২০:২৬
গ্রাম আদালত কর্মশালা । ছবি : বাসস

কুমিল্লা, ২ জুলাই, ২০২৫ (বাসস)  জেলায় আজ গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ - ৩য় পর্যায়’ প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্টিত হয়। 

এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। 

জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মেহেদী মাহমুদ আকন্দের সভাপতিত্বে এ কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন, স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার মালিহা সুলতান প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মশালায় পাওয়ার প্রেজেন্টেশন উপস্থাপন করেন গ্রাম আদালত প্রকল্পের ব্যবস্থাপক মো. আমিনুর রহমান।

কর্মশালায় জানানো হয়, কুমিল্লা জেলায় ইউনিয়ন পরিষদে পরিচালিত গ্রাম আদালতে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত চারমাসে ৬ হাজার ২৯০টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৬৫ দশমিক ৪৮ ভাগ মামলা। এসব মামলার মধ্যে রয়েছে উচ্চ আদালত থেকে পাঠানো ৮০৯টি মামলাও।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাদ্রাসা থেকে পালাতে গিয়ে শিশু আটকা, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার
গাজায় জিম্মিদের মুক্তির জন্য ইসরাইলকে বোমাবর্ষণ বন্ধ করতে হবে : রুবিও
মিশরে গাজা আলোচনা শুরু হবে সোমবার
খাসজমির সঠিক ব্যবস্থাপনা হলে ভূমিহীন মানুষের জীবনমান উন্নত হয় : ভূমি সচিব
মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের শেয়ার স্থানান্তরের আহ্বান ডিএসইর
ধানমন্ডিতে পুলিশের অভিযানে নানা অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার 
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে: শিমুল বিশ্বাস
কাল বিসিবি নির্বাচন
পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবলে বালক ও বালিকা দুই বিভাগেই চ্যাম্পিয়ন সানিডেইল
ঢাবি উপাচার্যের সঙ্গে আইসেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ
১০